Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাত দিনের জন্য লকডাউন পশ্চিমবঙ্গে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Updated :  Wednesday, July 8, 2020 8:12 PM

বাংলাতে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা যথেষ্ট উদ্বেগের। এই সংক্রমণ রুখতেই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে রাজ্যের সব কন্টেনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে।

এবার প্রশ্ন হল এই লকডাউন কতদিন চলবে? বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত ৭ দিনের জন্য লকডাউন চলবে। পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী এদিন হুঁশিয়ারির সঙ্গে স্পষ্ট করে বলেছেন, এই সাতদিন প্রয়োজন ছাড়া কন্টেনমেন্টের জোনের লোকেদের বাইরে বেরোতে নিষেধ করেছেন তিনি। সেইসঙ্গে কেউ মাস্ক ছাড়া বাইরে বেরোলেই পুলিশ তাঁকে ধরবে। সাথে সাথেই সেই ব্যক্তিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।