নিউজদেশ

একটানা আট দিন ২০ ডিগ্রীর নিচে রইলো কলকাতার তাপমাত্রা, আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়া?

৮ দিন পর আজ সোমবার ২১ নভেম্বর কলকাতার পারদ ২০.১ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে

Advertisement
Advertisement

একটানা ৮ দিন ২০ ডিগ্রীর নীচে রইল কলকাতার তাপমাত্রা। ১২ নভেম্বর কলকাতার পারদ ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আট দিন পর আজ সোমবার ২১ নভেম্বর কলকাতার পারদ ২০.১ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রী ছাড়ালেও শীতের আমেজ এখনো পর্যন্ত রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রী সেলসিয়াস। আংশিক মেঘলা আকাশ থাকার কারণে রাতের তাপমাত্রা অনেকটা বেশি ছিল আজ। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও শীতের আমেজ থাকবে রাজ্যে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবার বৃহস্পতিবার থেকে নামবে পারদ। রাজ্যজুড়ে শীতে রামেজ বজায় থাকবে। মেঘলা আকাশ হলে ও বৃষ্টির কোন সম্ভাবনা তেমন একটা নেই। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকার কারণে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। অন্যদিকে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
Advertisement

আজ সোমবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার কারণে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। অন্যদিকে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রির নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৩ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে যাবে বলে অনুমান করছেন আবহবিদরা। ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এই নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ এবং পরে সাধারণ নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। এটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে পৌঁছবে মঙ্গল থেকে বুধবারের মধ্যে। দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে। তবে সর্বাধিক বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে। শুধুমাত্র তামিলনাড়ু নয়, এছাড়াও অন্ধ্রপ্রদেশ, করাইকাল এবং পন্ডিচেরিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button