বলিউডবিনোদন

কলকাতার পুজোর থিমে এবার ‘ঈশ্বরের দূত’ সোনু সুদ, রইল মন্ডপের ছবি

Advertisement
Advertisement

বলিউডের অত্যন্ত পরিচিত মুখ, দীর্ঘাঙ্গ, বলিষ্ঠ অভিনেতা…………না তাঁকে আর অভিনেতা বলা চলে না, তিনি এখন ‘ঈশ্বরের দূত’ সোনু সুদ। জীবনের পুঁজি উজাড় করে মানুষের পাশে এসে দাঁড়ানো সোনু সুদের কথা নতুন করে বলার কিছু নেই। করোনা আবহয়ে তিনি যেই প্রতিচ্ছবি তাঁর রেখে গেছেন তা সামান্য শব্দ দিয়ে প্রকাশ সম্ভব নয়। পরিযায়ীদের দুঃখ-দুর্দশা তিনি যেভাবে শক্ত হাতে মিটিয়েছেন তা সকলেরই জানা। কখনো দ্বায়িত্ব নিয়েছেন অনাথ শিশুদের তো কখনো হতদরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ জুগিয়েছেন।

Advertisement
Advertisement

Advertisement

এবারে ‘ঈশ্বরের দূত’ সোনু সুদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর কাজের আদলে পুজোর মন্ডপ তৈরি করল কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ ক্লাব। এবছর তাদের পুজোর থিমে ফুটে উঠেছে পরিযায়ী শ্রমিকদের দুঃখ-দুর্দশা। পরনে নীল শার্ট, চোখে সানগ্লাস, করজোড়ে থাকা এক পরিযায়ী শ্রমিককে পথ দেখিয়ে দিচ্ছেন সোনু সুদ।

Advertisement
Advertisement

কলকাতার পুজোর থিমে পরিযায়ী শ্রমিক আর তাদের ‘ঈশ্বরের দূত’ সোনু সুদ।এই খবর জানতে পেরেই আনন্দে আবদার সোনু বলেন “কলকাতা এলে রসগোল্লা আর মিষ্টি দই খাব।” শুধু আবদার নয়, এই থিম পুজোর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সোনু সুদ।

Advertisement

Related Articles

Back to top button