নিউজরাজ্য

হতে চান কলেজের অধ্যাপক? প্রকাশ পেল SET পরীক্ষার বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদন প্রক্রিয়া

সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে SET এর জন্য

Advertisement
Advertisement

আগামী মাসেই রয়েছে ইউজিসি NET পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীনে পাওয়া যাবে জুনিয়র রিসার্চ স্কলার ও লেকচারার হওয়ার সুযোগ। আর এর মধ্যেই আবার রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের যোগ্যতামান নির্ধারণের সেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য কলেজ সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পরীক্ষা হবে আগামী বছরের ৮ জানুয়ারি। SET পরীক্ষা সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

কি ভাবে করবেন আবেদন?

Advertisement

SET পরীক্ষার জন্য আবেদন করতে যেতে হবে wbcsc.org.in ওয়েবসাইটে। সাইটের উপরের দিকে থাকবে ‘Click here to apply Online Registration for State Eligibility Test’ এই অপশন। এখানে ক্লিক করলে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য একটি নতুন উইন্ডো খুলবে। বিস্তারিত বিবরণ পরে Apply Now অপশনে ক্লিক করুন। তারপর খুলে যাবে নতুন ফর্ম। এরপর দিতে হবে প্রসেসিং ফি। তারপর করতে হবে সাবমিট। এরপর ওই ফর্ম প্রিন্ট করে নিন।

Advertisement
Advertisement

কারা আবেদন করতে পারবেন?

যারা স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন।

আপনাদের জানিয়ে রাখি, এই সেট পরীক্ষা হবে ৪০ টি বিষয়ে। তবে এবারের পরীক্ষায় থাকছে বিশেষ চমক। এবার প্রশ্নপত্র ইংরেজির সাথে হবে বাংলাতেও। তবে ১০ টি বিষয়ে এই প্রশ্ন হবে বাংলাতে। আবেদন নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি [email protected] মেল করতে পারবেন।

Advertisement

Related Articles

Back to top button