বলিউডবিনোদন

রূপে-গুনে পিছনে থাকবে বলিউডের অভিনেত্রীরা, কিয়ারা আডবানীর বোনের থেকে চোখ ফেরাতে পারবেন না

×
Advertisement

বিগত বেশ কয়েকমাস ধরে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে নিয়ে চর্চা চলছে। মাঝে তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে এসেছিল। তবে সমস্ত গুজবকে দূরে সরিয়ে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বলিউডের এই পাওয়ার কাপেল। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল সরগরম তাদের বিয়ের খবরেই। ইতিমধ্যেই নিজেদের ওয়েডিং ডেস্টিনেশনেও পৌঁছে গিয়েছেন তারা। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় একেবারে একটি ভিন্ন বিষয়ে চর্চা চলছে।

Advertisements
Advertisement

আপাতত চর্চায় রয়েছেন কিয়ারার বোন ঈশিতা আডবাণী। তার বেশ কিছু ঝলক নেটদুনিয়ায় ভাইরাল হতেই চর্চা তুঙ্গে। তাকে দেখার পর থেকে নেটনাগরিকদের একাংশের মত, সৌন্দর্যের দিক দিয়ে ঈশিতাও রীতিমতো টেক্কা দিতে পারেন বলিউডের একাধিক ডিভাদের। এই বিনোদন জগৎ’এর সদস্য না হওয়া সত্বেও নিজেকে ফিট রেখেছেন তিনি, তা সত্যিই চোখে পড়ার মতোই।

Advertisements

Advertisements
Advertisement

ঈশিতা পেশায় একজন আইনজীবী। মুম্বাইয়ের সরকারি ল-কলেজ থেকেই নিজের আইন সংক্রান্ত পড়াশোনা শেষ করেছেন তিনি। অভিনেত্রীর থেকে তিন বছরের ছোট হলেও ঈশিতা ২০২২’এ নিজের মনের মানুষ কর্ম বিভানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনিও পেশাগতভাবে একজন সফল আইনজীবী। তার বিয়ের আয়োজনও হয়েছিল এলাহিভাবে। শোনা যায়, যখন নিজের বিয়ের আসরে প্রবেশ করছিলেন ঈশিতা তখন রোমান্টিক গানের বদলে চলছিল ভজন। তবে এর কারণ অবশ্য অজানা। তবে বলাই বাহুল্য, এই মুহূর্তে কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের খবরের মাঝেই ঈশিতা চর্চায়।

উল্লেখ্য, জয়সালমীর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল সূর্যগড় হোটেলেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হচ্ছে। মুম্বাইয়ের একটি বড় ওয়েডিং প্ল্যানার কোম্পানিই তাদের বিয়ের সমস্ত আয়োজন করছে। আর সেই আয়োজন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এমনকি অন্যতম পরিচিত মেহেন্দি আটিস্ট বীণা নাগদাও ইতিমধ্যেই একটি বড় বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পাড়ি দিয়েছেন জয়সলমীরে। আর এর থেকে এটুকু স্পষ্ট কিয়ারা নিজের মেহেন্দির অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন বীণা নাগাদাকেই। খবর অনুযায়ী, আগামী ৭’ই ফেব্রুয়ারিই একে অপরের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হবেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। ৫ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠানও। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহলের পাশাপাশি এই তারকা জুটির অগণিত ভক্তমহল অধীর আগ্রহে তাদের বিয়ের ঝলক দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।

Related Articles

Back to top button