×

Trina Saha: শীতকালে স্নান করছে না খড়কুটোর গুনগুন, ক্যামেরার সামনে ফাঁস করলেন গোপন কথা

Advertisement

তৃণা সাহার টেলিভিশন পর্দার অন্যতম জনপ্রিয় পরিচিত অভিনেত্রী। বর্তমানে তিনি নিজেকে টেলিভিশন জগতের একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে ফেলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিনের প্রেমিক নীল ভট্টাচার্যের সাথে সংসার করছেন চুটিয়ে। তার ঝলক তাদের সোশ্যাল মিডিয়ার পাতাতেই মেলে। উল্লেখ্য, নীল ভট্টাচার্য টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা।

Advertisement

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয় তৃণা। প্রায়ই নিজের নানা ফটোশুটের ছবি, শুটিং সেটের নানা দৃশ্য এবং নানা রিল ভিডিও শেয়ার করে থাকেন, যা তার অনুরাগীদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি তারই শেয়ার করা একটি ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে তিনি শীতকালে ঠান্ডায় স্নান করেন না। শুনে অবাক হলেন? না অবাক হওয়ার কিছু নেই, কথাটা কিছুটা হলেও সত্যি। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন একথা, রইল সেই ভিডিও।

Advertisement

আসল কথা হল, অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামের একটি ট্রেন্ডিং সংলাপের সাথে একটি মজাদার রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। খুব ঠান্ডা পরেছে, তাই তিনি স্নান করবেন না; এমন ধরনের একটি সংলাপের সাথে রিল ভিডিও বানিয়ে আপাতত অভিনেত্রী ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। তার অনুরাগীদের পাশাপাশি সকল নেটিজেনরা অভিনেত্রীর এই মজাদার রিল ভিডিও দেখে যে বেশ মজা পেয়েছেন, তা বলাই বাহুল্য।

‘খড়কুটো’র শুটিং সেটেই অভিনেত্রী বানিয়েছেন ভিডিওটি। তাকে ছাই রঙের হুডি ও নীল জিন্সে দেখা গিয়েছে। খোলা চুলে বিনা মেকাপে ছিলেন তিনি। এই মুহূর্তে খড়কুটোয় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। টিআরপি কম থাকার জন্য সন্ধ্যার বদলে দুপুরের স্লটে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক।

Related Articles

Back to top button