বিনোদনভাইরাল & ভিডিওভোজপুরি

Bhojpuri Video: ‘নাগিন‘ গানে শ্বেতা শর্মার সাথে অন্তরঙ্গ কায়দায় নাচ খেসারি লাল যাদবের, রইলো হিট ভিডিওটি

‘সারেগামা হাম ভোজপুরি‘ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে এই ভিডিওটি

Advertisement
Advertisement

ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ইন্ড্রাস্ট্রিতে কাজ করা অনেক অভিনেত্রী আছে, যাদের ফ্যান ফলোইং বিশাল। তেমনই একজন তারকা হলেন শ্বেতা শর্মা।

Advertisement
Advertisement

ভোজপুরি অভিনেত্রী শ্বেতা শর্মা

ভোজপুরি অভিনেত্রী শ্বেতা শর্মা সোশ্যাল মিডিয়ায় তার পোস্টের কারণে জনপ্রিয় রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্বেতা শর্মা। প্রায় তিনি তাঁর ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়াতে ফটোশুটের ছবি বা বোল্ড কায়দায় ভিডিও বানিয়ে পোস্ট করে থাকেন। ফ্যানরা রীতিমত তাঁর পোষ্টে লাইক ও কমেন্ট করে থাকেন। কিন্তু সম্প্রতি খেসারি লাল যাদবের সাথে একটি ভোজপুরি মিউজিক ভিডিও করে চর্চায় রয়েছেন এই অভিনেত্রী।

Advertisement

খেসারি লাল যাদব ও শ্বেতা শর্মার ভাইরাল ভিডিও

এবারের ভাইরাল ভিডিওতে খেসারি লাল যাদবের সাথে ব্যাপক রোম্যান্স করেছেন শ্বেতা। তারকা জুটি ‘নাগিন‘ গানের তালে তুমুল নাচ করেছেন। খেসারি লাল যেভাবে শ্বেতা শর্মাকে প্রলুব্ধ করছেন ইন্টারনেটে সাহসিকতার সব রেকর্ড ভেঙে দিচ্ছে। এই জুটিকে রোমান্স করতে দেখে ভক্তদের হার্টবিট বেড়ে গেছে। এই গানটি গেয়েছেন খেসারি লাল যাদব এবং খুশি কক্কর। গানটি সারেগামা হাম ভোজপুরিতে প্রকাশিত হয়েছে ও অল্প সময়ের মধ্যে ২৫ লাখের বেশি মানুষ দেখেছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button