করিনা কপূর খান (kareena Kapoor khan) -কে নিয়ে বিতর্কের শেষ কোনোদিন নেই। তাঁর জীবন নিয়ে রহস্যের শেষ নেই। এখনও অবধি নিজের সৌন্দর্য কিভাবে ধরে রেখেছেন তিনি, তা নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে। এমনকি তিনি সত্যিই মুসলমান ধর্ম গ্রহণ করে পতৌদি বংশের বধূ হয়েছেন কিনা, তাও রহস্যাবৃত। কিন্তু এই সব কিছুর মাঝেই বোমা ফাটালেন করিনা। তিনি সবাইকে জানিয়ে দিলেন তাঁর বেডরুম সিক্রেট।
সম্প্রতি করিনা ডিসকভারি প্লাস চ্যানেলের ‘স্টার ভার্সেস ফুড’ অনুষ্ঠানে এসেছিলেন। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিনার ঘনিষ্ঠ বান্ধবী তানিয়া (Tania), শিবানী (shibani), অনুষ্কা (Anushka)। এই অনুষ্ঠানে নিজের হাতে বন্ধুদের জন্য পিজ্জা তৈরী করলেন করিনা। তাঁকে সাহায্য করলেন বিখ্যাত শেফ সবিতা পেরেরা (sabita perera)। পিজ্জা তৈরী করতে করতেই করিনা জানালেন, লকডাউনের সময় সবাই যখন ব্যানানা ব্রেড ও ডালগোনা বানাতে ব্যস্ত ছিলেন, তখন করিনা রান্নাঘর থেকে শতহস্ত দূরে থেকেছেন। তবে সইফ (saif Ali khan) ও তৈমুর (taimur) বেকিং প্র্যাকটিস করতেন এবং করিনার কাজ ছিল বেকিং-এর সময় জ্যাজ মিউজিক চালানো।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবান্ধবীরা থাকবেন আর দুষ্টু-মিষ্টি প্রশ্ন হবে না, তা কি হয় ? সুতরাং বান্ধবীদের প্রশ্ন ছিল, রোজ রাতে বিছানায় যাওয়ার সময় কোন তিনটে জিনিস নিয়ে করিনা ঘুমাতে যান! করিনার চটজলদি উত্তর এক বোতল ওয়াইন, পাজামা এবং সইফ আলি খান। উত্তর দিয়েই শোয়ের সঞ্চালককে করিনা বলেন দারুণ উত্তর ও এত ভালো পিজ্জার জন্য তাঁকে হ্যাম্পার দেওয়া উচিত। অপরদিকে করিনার গ্যাং অফ গার্লস এবং সঞ্চালক ‘স্পিচলেস’। সইফ কিনা ‘জিনিস? অবশ্য কে না জানে, সব ঘরেই স্বামীদের এক দশা।