বলিউড

বিগ বস ১৮ অনুষ্ঠানে ঝড় তুলতে চলেছেন এই সুন্দরী, একটা দীর্ঘ সময়ের জন্য রাজত্ব করেছেন টেলি ইন্ডাস্ট্রিতে

এই নতুন শোয়ের সঞ্চালক হতে চলেছেন বলিউড তারকা সালমান খান

Advertisement
Advertisement

বলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী কণিকা মানকে নিয়ে চলছে নতুন জল্পনা। খবর মিলছে, তিনি বিগ বস ১৮-এ অংশগ্রহণ করতে পারেন। এই খবর ছড়িয়ে পড়তেই বাংলার টেলিদুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। গুড্ডান তুমসে না হো পায়েগা সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেওয়া কণিকা, এর আগে খতরো কে খিলাড়ি ১২-এও অংশগ্রহণ করেছিলেন। এবার তিনি বিগ বসের মতো বিতর্কিত রিয়েলিটি শোতে যোগ দিতে চলেছেন বলে জানা যাচ্ছে।

রাজি হলেন শুধু কণিকাই

শুধু কণিকা নন, নাগিন খ্যাত অনিতা হাসনন্দানি এবং সুরভী জ্যোতির নামও বিগ বস ১৮-এর জন্য উঠে এসেছিল। তবে তারা উচ্চ পারিশ্রমিকের প্রস্তাব সত্ত্বেও এই শোতে যোগ দিতে রাজি হননি। বিগ বসে অংশগ্রহণ নিয়ে জল্পনা চলছিল অর্জুন বিজলানির ক্ষেত্রেও। তবে অভিনেতা নিজেই এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

কখন শুরু হবে বিগ বস ১৮?

মিডিয়া রিপোর্ট অনুসারে, বিগ বস ১৮ এই বছরের অক্টোবরে কালারস টিভিতে চালু হবে এবং সালমান খান হোস্ট করবেন। তবে এ বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কনিকা কি এই শোতে যোগদান করবেন? সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে এই খবর ভারতের টেলিদর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। কণিকা যদি বিগ বসে যোগ দেন, তাহলে তিনি নিজের এক অন্য রূপ দর্শকদের সামনে তুলে ধরবেন বলে আশা করা যায়।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button