Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“মুখ্যমন্ত্রী নেতাজিকে অপমান করেছেন”, কটাক্ষ কৈলাস বিজয়বর্গীয়ের

Updated :  Sunday, January 24, 2021 6:38 PM

গতকাল নেতাজি জন্ম জয়ন্তীতে ভিক্টোরিয়ায় একই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল। কিন্তু সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক রং লাগায় তা মেনে নিতে পারেননি মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গ নিয়ে গতকাল থেকেই সরগরম হয়ে আছে গোটা বঙ্গ রাজনীতি। আসলে প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রীর গতকাল ভিক্টোরিয়ায় বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য দিতে ওঠার সময় একদল লোক তার উদ্দেশ্যে জয় শ্রীরাম ধ্বনি দেয়। আর তাতেই বেজায় চটে যান মুখ্যমন্ত্রী। তিনি বক্তৃতা না দিয়ে মঞ্চ ছাড়েন। অবশ্য এই কার্যকলাপের তীব্র নিন্দা করেছেন বিজেপি রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

কৈলাস বিজয়বর্গীয় আজ রবিবার সকালে এনজিপি স্টেশনে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার ক্ষোভ উগরে দেন। তিনি বরং উল্টে মুখ্যমন্ত্রী কে দোষারোপ করেছেন যে তিনি নেতাজির অপমান করেছেন। কৈলাস বিজয়বর্গীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “মুখ্যমন্ত্রী নেতাজির অপমান করেছে। উনি রাজ্যের ৩০ শতাংশ ভোটারকে খুশি করার জন্য একাজ করেছেন। নেতাজির জন্ম জয়ন্তি মঞ্চে এসে বক্তৃতা না দেওয়া পরোক্ষভাবে তাকে অপমান করা।”

এছাড়াও তিনি জয় শ্রী রাম স্লোগান প্রসঙ্গে সাফাই দিয়ে বলেছেন, “কথাটি একটি অভিবাদন সূচক শব্দবন্ধ। এই কথাটি যখন প্রধানমন্ত্রী মঞ্চ উঠেছিলেন তখন বলা হয়েছিল। তারপর যখন প্রহ্লাদ প্যাটেল মঞ্চে উঠেছিলেন তখন জয় শ্রীরাম ধ্বনি ওঠে। তাহলে মুখ্যমন্ত্রী যখন মঞ্চে উঠবেন তখন স্লোগান দিলে অসুবিধা হওয়ার কথা না।”