খেলাক্রিকেট

IPL-এ সর্বকালের রেকর্ড ভাঙতে পারেন জস বাটলার, ম্লান হতে পারে কোহলির ৪ সেঞ্চুরি!

চলতি আইপিএলে ইতিমধ্যে ৪ সেঞ্চুরিসহ ৮২৪ রান সংগ্রহ করেছেন জস বাটলার। কমলা টুপির দৌড়ে তার ধারের পাশে নেই কোন ব্যাটসম্যান।

Advertisement
Advertisement

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে পরাজিত করে চলতি আইপিএলে ফাইনাল নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। আগামীকাল শক্তিশালী গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয়বারের জন্য শিরোপা অর্জনের লড়াইয়ে মাঠে নামবে সঞ্জু স্যামসনরা। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে রাজস্থানের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান জস বাটলার। একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন তিনি।

আইপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক মরশুমে ৮০০+ রান করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তবে চলতি আইপিএলে বিরাট কোহলির রেকর্ড স্পর্শ করার সুবর্ণ সুযোগ রয়েছে বাটলারের হাতে। আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের ইতিহাসে এক মরশুমে সর্বাধিক ৪ সেঞ্চুরিসহ ৯৭৩ রান সংগ্রহ করেছিলেন বিরাট কোহলি। ২০১৬ সালে এই রেকর্ডটি গড়েছিলেন বিরাট কোহলি।

Advertisement
Advertisement

চলতি আইপিএলে সেই রেকর্ড ভাঙতে পারেন জস বাটলার, এমনটাই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। যদিও বিরাট কোহলির চেয়ে এখনো ১৪৯ রান পিছিয়ে রয়েছেন জস বাটলার। তবে ফাইনাল ম্যাচে ধারাবাহিকতা বজায় থাকলে সেই রান সংগ্রহ করতে পারেন বাটলার এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে আইপিএলের একটি আসরে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ডটি ভাঙ্গা অসম্ভব নয় তার কাছে।

Advertisement

চলতি আইপিএলে ইতিমধ্যে ৪ সেঞ্চুরিসহ ৮২৪ রান সংগ্রহ করেছেন জস বাটলার। কমলা টুপির দৌড়ে তার ধারের পাশে নেই কোন ব্যাটসম্যান। চলতি আইপিএলে আর একটি শতরানের ইনিংস খেলতে পারলে তিনি হবেন পৃথিবীর একমাত্র ব্যাটসম্যান যিনি বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লীগে এক আসরে পাঁচটি শতরানের ইনিংস খেলেছেন।

Advertisement
Advertisement

আগামীকাল ১৫ তম আইপিএলের মেগা আসরে শক্তিশালী গুজরাটের বিরুদ্ধে মাঠে নামবে রাজস্থান। আপনাদের জানিয়ে রাখি, মেগা ফাইনালের পূর্বে একাধিক বলিউড সেলিব্রেটির সমাগমে আয়োজিত মেগা অনুষ্ঠানের জন্য ম্যাচটি ৩০ মিনিট দেরিতে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ ৭:৩০ এর বদলে মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে রাত্রি ৮টায়।

Advertisement

Related Articles

Back to top button