Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জর্জিয়ায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই, জেনে নিন, প্রেসিডেন্ট পদে কে এগিয়ে? কে পিছিয়ে?

জর্জিয়া: মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গিয়েছে। যদিও প্রায় তিনদিন কেটে যাওয়ার পরও এখনও জানা সম্ভব হয়নি, আমেরিকার প্রেসিডেন্ট পদে কে বসবেন? এখনও চলছে গণনা। যদিও এই গণনা শেষ পর্যায়ের…

Avatar

জর্জিয়া: মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গিয়েছে। যদিও প্রায় তিনদিন কেটে যাওয়ার পরও এখনও জানা সম্ভব হয়নি, আমেরিকার প্রেসিডেন্ট পদে কে বসবেন? এখনও চলছে গণনা। যদিও এই গণনা শেষ পর্যায়ের এমনটাই হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে। এখনও পর্যন্ত গণনা হওয়া ভোটের সংখ্যা যা বলছে, তাতে ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যদিও এখনও অনেক আসনে গণনা বাকি। শুক্রবারের গণনা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, জর্জিয়ার এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন।

এ প্রসঙ্গে জর্জিয়ার ভোটদান ব্যবস্থার সিস্টেম ইমপ্লিমেন্টেশন ম্যানেজার গ্যাব্রিয়েল স্টার্লিং বলেন, ‘শুক্রবার সকালে বাইডেন প্রায় ১,৫০০ ভোট পেয়ে এগিয়েছিলেন। এখনও ৪,১৬৯ ব্যালেট গণনা বাকি রয়েছে।’ তিনি মনে করছেন, মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে চূড়ান্ত ফলাফল প্রকাশ পাবে। সেখানে প্রায় ৯,০০০ সামরিক এবং বিদেশী ব্যালটগুলি এখনও বাকি রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন ২৪ লাখ ৫০ হাজার ১১৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৫৩৮টি ভোট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এখনই নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। কারণ, জর্জিয়ার বর্তমান ভোটগুলি নিশ্চিত না হওয়া পর্যন্ত গণনা শুরু করা যাবে না। ১৬টি ইলেকটোরাল কলেজ ভোটের এই রাজ্য দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের পার্থক্য মাত্র এক হাজার ৫৭৯ ভোট। মনে করা হচ্ছে ২০ নভেম্বরের আগে নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে। সুতরাং, আমেরিকার প্রেসিডেন্টের আসনে কে বসতে চলেছেন, তা জানার জন্য এখনও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বলেই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল।

About Author