
Advertisement
প্রতিযোগীদের পারফরম্যান্স দেখার পর মঞ্চে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারেননি জ্যাকি শ্রফ। তিনি মঞ্চের কাছে গিয়ে প্রতিযোগীদের সামনে মাথা নত করলেন। ইন্ডিয়াস গট ট্যালেন্টের নবম সিজনের মঞ্চে নানা ভাবে প্রতিযোগীরা নিজের দক্ষতা উপস্থাপন করেছে। শো-এর বিশেষ পর্বে ছিল অভিনেতা জ্যাকি শ্রফ।
Advertisement
একদল প্রতিযোগীকে শাড়ি-ব্লাউজ ও চুলে গজরা পরতে দেখা যায়। জ্যাকি শ্রফ তাদের অভিনয়ের পরে মঞ্চে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারলেন না। অভিনেতা প্রতিযোগীদের বললেন- ‘তোমাদের মতো বেঁচে থাকা খুবই ভালো। আপনাদের মধ্যে অনেক এনার্জি আছে, দেখে মজা পেলাম’।
Advertisement
জ্যাকির এই প্রতিক্রিয়া থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রতিযোগীরা অবশ্যই একটি শক্তিশালী পারফরম্যান্স দিয়েছেন। এই বিশেষ পর্বে জ্যাকি শ্রফ একজন দুর্দান্ত জাদুকর। এর পর এক প্রতিযোগীর গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন জ্যাকি।