Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাস্তাঘাটে কখন কোথায় ছিনতাই হয়ে যায় তা বলা খুব মুশকিল, কিন্তু দিল্লিতে হল এর উল্টো ঘটনা

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : সম্প্রতি নেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে দুটি ছিনতাইবাজ বাইকে করে ছিনতাই করতে এসেছিল। তাদের শিকার হতে চলেছিল মা ও…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : সম্প্রতি নেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে দুটি ছিনতাইবাজ বাইকে করে ছিনতাই করতে এসেছিল। তাদের শিকার হতে চলেছিল মা ও মেয়ে। তবে ব্যাপারটি হয়ে যায় উল্টো। সেই মা ও মেয়ে মিলে চালাকির সাথে ছিনতাইবাজদের ধরে ফেলে। সেই সময় সেখানে যেসব মানুষ ছিলো তারা সকলে মিলে ছিনতাইবাজদের মারধর করে।

ঘটনাটি ঘটেছে দিল্লির নাঙ্গলই এলাকায়। দিনটি ছিল ৩০ শে আগস্ট ।পাশের এক সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি রেকর্ড হয়ে যায়। এবং তা থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওটিতে দেখা যাচ্ছে মা ও মেয়ে রিকশা থেকে নেমে রাস্তার ওপাশ থেকে এপাশে আসার জন্য দাঁড়িয়ে ছিলেন। এবং এদিক-ওদিক দেখছিলেন। তখনই সেই দুই ছিনতাইবাজ হাজির হয়। এবং মহিলাটির গলার চেন নেওয়ার জন্য চেনটি ধরে টানে। ঠিক তখনই অতি চালাকির সাথে মেয়ে ও মা মিলে সেই ছিনতাইবাজদের মধ্যে একজনের জামা ধরে টান মারেন ।এবং তাকে মাটিতে ফেলে দেন। এবং তখনই ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলো সবাই মিলে এসে সেই ছিনতাইবাজদের মধ্যে একজনকে মারধর করে। এবং অপরজন দৌড়ে পালায়।

জানা গেছে যে সেই ছিনতাইবাজদের কে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের নাম আব্দুল সামসাদ। এবং দ্বিতীয় জনের নাম বিকাশ জৈন। পুলিশ জানিয়েছেন যে এই দুজন আরো অনেক চুরি ও ছিনতাই করেছে। এবং এদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

About Author