Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

গোলাপি বলে রেকর্ড ইশান্তের, ঋদ্ধির শততম শিকার

Updated :  Saturday, November 23, 2019 7:47 AM

ইডেন গার্ডেনে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম দিন-রাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। টসে জিতে বাংলাদেশের ক্যাপ্টেন মোমিনুল ইসলাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় পেস বোলারদের দাপটে বাংলাদেশের প্রথম ইনিংস ১০৬ রানে শেষ হয়ে যায়। বাংলাদেশের সবকটি উইকেট দখল করে ভারতীয় পেসাররাই।

ভারতীয়দের হয়ে গোলাপি বলে প্রথম বলটি করেন ইশান্ত শর্মা। গোলাপি বলে প্রথম উইকেটটিও তিনিই নেন। এছাড়াও বাংলাদেশের ৫ জন ব্যাটসম্যানকে আউট করে গোলাপি বলে প্রথম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডটিও করেন ইশান্ত শর্মা। একজন বোলারের পাঁচ উইকেট দখল একটি ব্যাটসম্যানের শতরানের সমান ধরা হয়ে থাকে।

গোলাপি বলে ভারতীয়দের ফিল্ডিং প্রদর্শন ছিল অত্যন্ত দর্শনীয়। রোহিত শর্মা স্লিপে একটি অসাধারণ ক্যাচ নিয়ে বিপক্ষ ক্যাপ্টেন মোমিনুল ইসলামকে আউট করেন। বাঙ্গালী উইকেট-রক্ষক ঋদ্ধিমান সাহার গ্লাভ-ওয়ার্ক ছিল অনবদ্য। উভয় দিকে ঝাঁপিয়ে পড়ে অনেকগুলি অসাধারণ বল ধরেন ঋদ্ধিমান সাহা। উমেশ যাদবের বলে বাংলাদেশি ওপেনার শাদমান ইসলামের ক্যাচ তালুবন্দি করে টেস্ট ক্রিকেটে শততম শিকার টি পূর্ণ করেন ঋদ্ধিমান। এছাড়াও ডানদিকে ঝাঁপিয়ে পড়ে মাহমুদুল্লার প্রায় অসম্ভব ক্যাচ তালুবন্দি করেন ঋদ্ধিমান।