আন্তর্জাতিক

এই মুহূর্তে ইতালির ঠিক অবস্থা? যা জানলে আপনি আতকে উঠবেন

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – প্রেমের শহর, প্রাণের শহর ইতালি পরিণত হয়েছে ভুতুড়ে শহরে। রাস্তা জনমানব শূন্য। রয়েছে শুধু সারি দেওয়া ট্রাক, ট্রাক ভর্তি শবদেহ। করোনাভাইরাস এতটাই ছোঁয়াচে, যে প্রিয়জনের মৃতদেহ একবার শেষবারের জন্য দেখাও যাচ্ছে না। সেনাবাহিনীর লোকজনরা হসপিটাল থেকে মৃতদেহ নিয়ে গিয়ে পুঁতে দিচ্ছেন মাটির তলায়।

Advertisement
Advertisement

এই রোগটির উৎস স্থল চিন। চিন থেকে যখন আস্তে আস্তে ইতালিতে যাচ্ছিল, তখন ইতালির সরকার লকডাউন ঘোষণা করেছিল। কিন্তু ইতালির মানুষ তা অগ্রাহ্য করে অবাধ মেলামেশা করেছে। কফিশপ, হোটেল, সিনেমা হল সব জায়গায় মেলামেশা করেছে। শোনেনি কারোর বারণ। সেই পাপেরই প্রায়শ্চিত্ত করছে আজ ইটালি। প্রিয় মানুষটাকে শেষ দেখাও দেখতে পাচ্ছে না ঘরবন্দি মানুষটি। কারো স্বামী হারিয়েছে, কারো স্ত্রী, কারো সন্তান, কারো মা বাবা, কারুর আবার গোটা পরিবার টাই একেবারে শেষ হয়ে গেছে। সে হয়তো একাই কোনভাবে জীবন যাপন করছে।

Advertisement

সারি দিয়ে বানানো হচ্ছে কাঠের কফিনের বাক্স। ইতালির এমন অবস্থা হবে কেউ কোনোদিন ভাবতে পারেনি? প্রানের শহর, প্রেমের শহর ইতালি সম্পূর্ণভাবে শেষ হতে বসেছে। কিন্তু তারা যদি অনেক আগে থেকেই সরকারের কথা শুনতো তাহলে বোধহয় এই দিনটা তাদেরকে দেখতে হতো না। প্রতিদিন সোশ্যাল মিডিয়ার দৌলতে খবর জানা যাচ্ছে যে, মৃত্যুপুরী তৈরি হচ্ছে ইতালি।

Advertisement
Advertisement

শুধু ইটালি না গোটা বিশ্ব আতঙ্কিত করোনা ভাইরাসের আক্রমণে। চীন অনেকটা সামলে উঠেছে। খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা অর্থাৎ ভারতবাসী। প্রধানমন্ত্রী গোটা দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন। যাতে করে এই ভাইরাসটিকে ছড়াতে দেওয়া না যায়। কিন্তু আমরা যদি তার কথা না শুনি তাহলে ইতালির মতন অবস্থা হবে আমাদেরও। আমাদেরও ইতালির থেকে শিক্ষা নেওয়া উচিত।

Advertisement

Related Articles

Back to top button