আধার কার্ড না থাকলে ভ্যাকসিন নেওয়া বা ওষুধ কেনা বা হাসপাতালে ভর্তি হওয়া থেকে কোনও রোগীকে বিরত রাখা যাবেনা, এমনটাই এইদিন জানিয়ে দেওয়া হয়েছে UIDAI এর পক্ষ থেকে। UIDAI এর পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনও ভাবে আধার কার্ডের অজুহাত দেখিয়ে মানুষকে আটকে রাখা যাবে না। কোভিডের ২য় ঢেউ দেশের ওপর আসতেই আধার নিয়ে এক প্রকার অভিযোগ উঠেছিল স্বাস্থ্য পরিষেবার ওপরে। এইবার সেই বিষয়েই জানিয়ে দেওয়া হল UIDAI এর পক্ষ থেকে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে যদি দেশের কোনও মানুষের কাছে Aadhaar কার্ড না থেকে, তবে তাকে অত্যাবশ্যকীয় পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। দেশের কোনও নাগরিকের কাছে যদি Aadhaar কার্ড না থাকে তবে ভ্যাকসিন , ওষুধ এবং চিকিৎসার থেকে বঞ্চিত করা যাবেনা। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে আধার কার্ড না থাকার কারণে বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়নি। এর পর থেকে এই করোনা পরিস্থিতিতে এমন যাতে না হয় সেই দিকে নজর দিতেই এমন পদক্ষেপ নিয়েছে UIDAI।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২০১৬ সালের আধার আইন অনুসারে, যদি কোনও ব্যক্তির কাছে আধার কার্ড না থাকে তবে তাকে পরিষেবা দিতে বাধ্য যে কোনও কোম্পানি। Aadhaar আইনের ৭ নম্বর ধারা অনুসারে কোনও ব্যক্তিকে আধার কার্ড না থাকলেও পরিষেবা থেকে বঞ্চিত করা যাবেনা। সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল UIDAI।