খেলাক্রিকেট

IPL 2022: লখনউ-কে পরাস্ত করে পয়েন্টস টেবিলে বদল আনল গুজরাট, দেখে নিন কলকাতার অবস্থান

Advertisement
Advertisement

গতকাল আইপিএলের চতুর্থ ম্যাচে লখনউ সুপার জায়েন্টসের লজ্জাজনক পরাজয় পয়েন্ট টেবিলে অনেকটাই পরিবর্তন আনল। চেন্নাই সুপার কিংসকে একেবারে ছয় নম্বরে নামিয়ে দিয়েছে আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজি টিম। চারে উঠে এসেছে গুজরাট। আর ম্যাচ হেরেও রান রেটের বিচারে পাঁচে জায়গা করে নিয়েছে লখনউ। চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের ফলে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাছাড়া চেন্নাই রয়েছে ষষ্ঠ স্থানে। সাত এবং আটে রয়েছে যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement
Advertisement

একনজরে এখনো পর্যন্ত আইপিএলের চূড়ান্ত পয়েন্ট টেবিল:-

Advertisement

১. দিল্লি ক্যাপিটালস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.৯১৪)

Advertisement
Advertisement

২. পঞ্জাব কিংস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.৬৯৭)

৩. কলকাতা নাইট রাইডার্স: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: ০.৬৩৯)

৪. গুজরাট টাইটানস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.২৮৬)

৫. লখনউ সুপার জায়ান্টস: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.২৮৬)

৬. চেন্নাই সুপার কিংস: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৬৩৯)

৭. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৬৯৭)

৮. মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -০.৯১৪)

এছাড়া আজ প্রথমবার আইপিএলের আসরে খেলতে নামবে রাজস্থান রয়্যালস এবং সানরাইজ হায়দ্রাবাদ। আপনাদের জানিয়ে রাখি, আইপিএলে প্রথমবার অংশগ্রহণকারী লখনউ সুপার জায়েন্টস-কে ৫ উইকেটে পরাজিত করে আইপিএল যাত্রা শুরু করেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

Advertisement

Related Articles

Back to top button