আন্তর্জাতিকনিউজ

ভারত নয়, বিশ্বের প্রথম করোনা টিকার সাফল্য ঘোষণা করলো রাশিয়া

Advertisement
Advertisement

মারণ ভাইরাস করোনার প্রতিষেধক তৈরিতে জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন বিশ্বের প্রায় ১৪০ টি দেশের বিজ্ঞানীরা। তবে সব দেশকে পেছনে ফেলে এর মধ্যেই তাদের তৈরি করোনা প্রতিষেধক মানব দেহে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার সেকেনভ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এই পরীক্ষার ফল যথেষ্ট ইতিবাচক বলেও দাবি করেছেন তাঁরা৷ রাশিয়ার ওই গবেষক দলের প্রধান ইলেনা স্মোলিয়ারচুক সে দেশের এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পরীক্ষামূলক ভাবে ভ্যাকসিন প্রয়োগ করা প্রত্যেক ব্যক্তি সুস্থ রয়েছেন। খুব শীঘ্রই তাদের ছেড়ে দেওয়া হবে।

Advertisement
Advertisement

তিনি আরও জানিয়েছেন, ‘ইতিমধ্যে গবেষণার কাজ সম্পূর্ণ হয়েছে। এই ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ তা প্রমাণিত৷ ভ্যাকসিন প্রয়োগ করা ব্যক্তিদের ১৫ ও ২০ জুলাই দু’টি ধাপে ছাড়া হবে৷’ তবে, ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হলেও এই ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদন কবে থেকে শুরু হতে পারে, সে বিষয়ে কিছু জানাননি তিনি৷

Advertisement

সেকেনভ বিশ্ববিদ্যালয়ে মোট ৩৮ জনের উপর এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। ১৮ জন ও ২০ জনের দু’টি দলে ভাগ করে উপরে প্রয়োগ করা হয়েছিল ভ্যাকসিনটি৷ এরপর ২৮ দিন আইসোলেশনে রাখা হয় স্বেচ্ছাসেবকদের৷ এর আগেও কয়েকজন স্বেচ্ছাসেবকের শরীরে ভ্যাকসিন প্রয়োগের ফল ইতিবাচক এসেছিল বলে দাবি রাশিয়ার৷ জানা গেছে, সেই সময় যাঁদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল, করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়েছে তাঁদের শরীরে৷

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button