দেশনিউজ

ভয়ানক পরিস্থিতি, মাত্র ৪ দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়াল

মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮লক্ষ ২০হাজার ৯১৬ জন।

×
Advertisement

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। গত একদিনেও রেকর্ড সংক্রমণ হয়েছে। মাত্র ৪ দিনের মধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ থেকে ৮ লক্ষে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১১৪ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮লক্ষ ২০হাজার ৯১৬ জন। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, মৃতের সংখ্যাও লাফিয়ে বাড়ছে।  গত একদিনে ৫১৯জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন ২২ হাজার ১২৩ জন।

Advertisements
Advertisement

করোনা পরীক্ষার সংখ্যা বাড়ছে। দেশে এখন ও পর্যন্ত ১১ কোটির বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার ২ লক্ষের বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এই আতঙ্কের মধ্যেই রয়েছে স্বস্তির খবর, দেশে সুস্থ রোগীর সংখ্যা ৫ লক্ষ ১৫ হাজার ৩৮৬ জন। ফলে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৩ হাজার ৪০৭ জন।

Advertisements

ভারতে ১ লক্ষ আক্রান্তের সংখ্যায় ছুঁতে সময় লেগেছিল ১১০ দিন। আর সেই এক লক্ষ থেকে আট লক্ষে পৌঁছেছে মাত্র ৫২ দিনে। বর্তমানে ভারত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা ও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button