দেশনিউজ

ট্রেনের অভ্যন্তরে ওয়াইফাই পরিষেবা চালুর সিদ্ধান্ত রেলের

×
Advertisement

রেলমন্ত্রী পীযূষ গোয়েল বর্তমানে সুইডেনে রয়েছেন। এশিয়ার শীর্ষস্থানীয় মাল্টিমিডিয়া নিউজ এজেন্সি এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে জানান যে, কেন্দ্র সরকার পরিকল্পনা করেছে পরবর্তী চার থেকে সাড়ে চার বছরের মধ্যে ট্রেনের অভ্যন্তরে ওয়াইফাই পরিষেবা চালু হবে।

Advertisements
Advertisement

তিনি বলেন, বর্তমানে ৫১৫০ টি রেলওয়ে স্টেশনে ওয়াইফাই পরিষেবা চালু আছে। আগামী বছরের শেষের মধ্যে ৬,৫০০ স্টেশনে ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে।

Advertisements

ট্রেনের অভ্যন্তরে ওয়াইফাই পরিষেবা নিয়ে গোয়েলকে প্রশ্ন করলে তিনি জানান, ‘এই বিষয়টি খুব জটিল প্রযুক্তির বিষয়। চলমান ট্রেনগুলোতে ওয়াইফাই দেওয়ার জন্য অনেক বিনিয়োগের প্রয়োজন। টাওয়ার স্থাপন করা দরকার, ট্রেনের অভ্যন্তরে সরঞ্জামাদি থাকতে হবে। ট্রেনের অভ্যন্তরে সিসিটিভি লাগাতে হবে। এতে আমাদের বিদেশি প্রযুক্তি এবং বিনিয়োগকারী আনতে হবে।’

Advertisements
Advertisement

তিনি আরও বলেন,“সারাদেশে বেশ কয়েকটি‌ জায়গা রয়েছে যেখানে রেলের জমির বিশাল চাহিদা থাকবে। আমরা রেলওয়ের জমিটি সৌর স্থাপনের জন্য একটি বৃহৎভাবে ব্যবহার করার পরিকল্পনা করেছি। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা রেলপথকে বিশ্বের প্রথম শূন্য নির্গমন রেলপথ তৈরি করতে চাই। কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন যে আরও চার-পাঁচ বছরে রেলপথ শতভাগ বৈদ্যুতিক হবে। আর আমরা শিল্পের জন্যও পরিকল্পনা করছি”।

Related Articles

Back to top button