দেশনিউজ

ভারত করোনা সংক্রমণে কোন স্টেজে দাঁড়িয়ে, খুশির খবর জানাল কেন্দ্র

Advertisement
Advertisement

সোমবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে ভারত এখনও করোনা ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে স্থানীয় সংক্রমণের স্তরে অর্থাৎ local transmission স্টেজেই রয়েছে। ICMR-র তরফে লব আগরওয়াল বলেছেন যে ভারত এখনও স্থানীয় সংক্রমণের স্টেজেই আছে। তিনি বিশেষ করে উল্লেখ করেছেন যে ‘গোষ্ঠী’ শব্দটি ব্যবহার করলে তার একটা আলাদা কারণ আছে। মানুষ এই শব্দটিকে সঠিকভাবে ব্যবহার করছেন না।

Advertisement
Advertisement

সরকারের তরফ থেকে বলা হয়েছে যে ভারত এখনও দ্বিতীয় স্টেজে আছে। এই স্টেজের ক্ষেত্রে বিদেশ থেকে আগত ব্যক্তির সংস্পর্শে থেকে সংক্রমণ ছড়ায়। এক্ষেত্রে কম মানুষের শরীরে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। সুতরাং এটি স্থানীয় স্টেজের অন্তর্গত।

Advertisement

তৃতীয় স্টেজের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি অন্য কোনো আক্রান্ত ব্যক্তি বা আক্রান্ত দেশের থেকে আগত ব্যক্তির সংস্পর্শে আসে না। কিন্তু তবুও সংক্রমণ হতে পারে। তাই এই স্টেজে সংক্রমণের উৎস খুঁজে বার করা কঠিন হয়ে পড়ে।

Advertisement
Advertisement

গত মঙ্গলবার থেকে ভারতে লকডাউন চালু করা হয়েছে। তবে লকডাউনের পর থেকে ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ভারতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৯ জনের। তবে ভারতে করোনা সংক্রমণ বন্ধ করার জন্য কেন্দ্র তথা সমগ্র রাজ্যগুলির তরফ থেকে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button