আন্তর্জাতিকনিউজ

রবিবার ভোরে ঘটতে চলেছে বিরল ঘটনা, আগামীকাল আকাশে দেখা মিলবে পাঁচটি গ্রহের

Advertisement
Advertisement

আগামীকাল রবিবার ভোরে ঠিক সূর্য উদিত হওয়ার আগে এক বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে পৃথিবীর মানুষ। চলতি বছরে একের পর এক অদ্ভুত ও অবিস্মরণীয় ঘটনার সাক্ষী থাকছে বিশ্ববাসী। বছরের শুরু থেকেই হয়ে চলেছে একের পর এক ঘটনা। সেরকম ভাবেই রবিবার ভোর বেলা এমনই এক দৃশ্য দেখতে পাবে সাধারণ মানুষ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রবিবারে সূর্য উদয় হওয়ার পূর্ব মূহুর্তে একসঙ্গে পাঁচটি গ্রহকে খালি চোখে দর্শন করতে পারব আমরা।

Advertisement
Advertisement

আমাদের চোখ মহাকাশের দিকে অনুধাবিত হলে শুধু নজরে পড়ে সূর্য, চাঁদ, শুকতারা, সন্ধ্যাতারা, সপ্তর্ষিমন্ডল, কালপুরুষ ইত্যাদি। তবে গ্রহদের দেখা পাওয়া বেশ খানিক অপেক্ষার ব্যাপার। আর সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে রবিবার ভোরবেলা। অর্থাৎ ১৯শে জুলাই ২০২০ সালে রবিবার ভোরবেলা আকাশের দিকে নজর রাখলে দেখা মিলবে পাঁচটি গ্রহের। গ্রহগুলি হল- বুধ (Venus), শুক্র (Mercury), মঙ্গল (Mers), বৃহস্পতি (Jupiter) ও গুরুগ্রহ শনি (Saturn)।

Advertisement

তবে গ্রহ পাঁচটি একই স্থানে দৃশ্যমান হবে না। একেক দিকে একেকটি গ্রহ দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহগুলি রবিবার ভোরে সূর্যোদয়ের ঘন্টাখানেক আগে দেখা যাবে। উত্তর ও উত্তর-পশ্চিম আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো দেখা যাবে হবে বুধ গ্রহকে। দক্ষিণ-পূর্বে দৃশ্যমান হবে মঙ্গল গ্রহ। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে দিকে দেখা মিলবে হবে শনি ও বৃহস্পতি গ্রহের।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button