দেশনিউজ

অবশেষে মুক্তি! ভারতীয় সেনাদের হাতে অপহৃত পাঁচ কিশোরকে তুলে দিল চিন

Advertisement
Advertisement

সুবানসিরি: অবশেষে চিনের সেনাবাহিনী মুক্তি দিল পাঁচ ভারতীয় কিশোরকে। এই খবরটি টুইট করে জানিয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দু। দুমতু ইবিয়া, প্রসাদ রিংলিং, নাগারু ডেরি, তোচ সিংকম ও তানু বাকর নামে পাঁচ ভারতীয় কিশোরকে শেষমেশ মুক্তি দিল চিনা সেনা। সুবানসিরি জেলার নাচো এলাকা থেকে ওই পাঁচ কিশোরকে অপহরণ করেছিল পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। চিনা সীমান্তে পাঁচ ভারতীয় কিশোর ঢুকে পড়ায় চিনা সেনারা আটক করেছিল। অবশেষে আজ মুক্তি পেল ওই পাঁচ কিশোর।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু এ বিষয়ে জানিয়েছিলেন, ভারতীয় সেনার প্রধান আধিকারিক লাল সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে হটলাইনে যোগাযোগ করে পাঁচ ভারতীয় কিশোরদের ফিরিয়ে আনার আবেদন করেছিল। চিনের পক্ষ থেকে বলা হয়েছিল আজ, শনিবার যে কোনও সময় এই পাঁচ ভারতীয়কে ফেরত দিতে পারে চিন। সেই মতো ফিরিয়ে দেওয়া হল।

Advertisement

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দু টুইট করে বলেন, চিনা সেনারা ভারতীয় সৈন্যের হাতে পাঁচ ভারতীয় কিশোরকে তুলে দিয়েছে। পাঁচজনই অক্ষত রয়েছে। উল্লেখ্য, পাঁচ জন কিশোর অপহৃত হওয়ার পর ভারত সরকার ও ভারতীয় সেনা যেভাবে তাদের ফিরিয়ে আনার জন্য তৎপর হয়েছিল তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button