দেশনিউজ

ভয়াবহ পরিস্থিতি দেশে, একদিনে ২৬ হাজারের বেশি করোনা সংক্রমণ

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২ জনে।

Advertisement
Advertisement

সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতেও ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের আর্থিক পরিকাঠামো বজায় রাখতে আনলক প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র, এর মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই প্রায় রেকর্ড সংখ্যক আক্রান্ত হচ্ছেন দেশে। পাল্লা দিয়ে মৃতের সংখ্যাও। এর ফলে দেশবাসীর মনে জাঁকিয়ে বসেছে করোনা আতঙ্ক। ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা ছুঁতে চলেছে ৮ লক্ষ।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসার, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬,৩০৫ জন। একদিনের নিরিখে যা এখনও পর্যন্ত রেকর্ড বৃদ্ধি। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৯৩ হাজার ৮০২ জনে। ইতিমধ্যে বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। আক্রান্তের এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে।

Advertisement

অন্যদিকে, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭৫ জনের মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গেছে। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ৬০৪ জন। যা উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের। তবে সুস্থ হয়ে ওঠার সংখ্যা স্বস্তি দিচ্ছে ভারতকে। ইতিমধ্যে, ভারতে ৪ লক্ষ ৯৫ হাজার ৫১২ জন কোরনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। চারিদিকে মহামারির হাহাকারের মধ্যে যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে ভারতীয়দের।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button