Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

‘ভারত শান্তির দেশ, শান্তি বজায় রাখুন’, দিল্লি প্রসঙ্গে বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর

Advertisement
Advertisement

দিল্লির রাস্তাঘাট শুনশান। দোকানপাট সব বন্ধ। ভিড় নেই অফিস যাত্রীদের, স্কুলগুলির গেট বন্ধ। চারিদিকে ছড়িয়ে আছে ইট, পাথর,আর পোড়া গাড়ি। কোথায় সেই রাজপথ ? এত নরকরাজ্যে পরিণত হয়েছে। সোমবার সকাল থেকে সিএএ নিয়ে যেই সংঘর্ষ শুরু হয়েছে, তা বন্ধ হয়নি। দিল্লির প্রায় ১০ এলাকাতে ১৪৪ ধারা জারি রয়েছে। উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকাতে নাকা চেকিং ও চলছে। কোথাও নামানো হয়েছে র‍্যাফ। এই ভয়ানক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজি জানিয়েনিয়েছেন, ” আমরা খুব উদ্বিগ্ন , কেন এরকম ঘটছে দিল্লিতে। আমাদের দেশে হিংসার কোন স্থান নেই। ভারত শান্তির দেশ, প্রত্যেককে অনুরোধ করছি শান্তি বজায় রাখার জন্য।” তিনি কলকাতার সিপিকে ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

Advertisement
Advertisement

দিল্লির এই পরিস্থিতি নিয়ে চিন্তিত রাজনৈতিক মহল। মঙ্গলবার অমিত শাহ ও কেজরিওয়াল বৈঠক ও করেন। কিন্তু তার পর ও পরিস্থিতি বদলায়নি। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে পুলিশ ও সাধারণ নাগরিক ও রয়েছেন।আহতর সংখ্যা ১৫০ এর উপরে। শুধু রাজনৈতিক মহল নয় দিল্লির এরি পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন বলিউড থেকে টলিউড। একের পর এক টুইট আসছে এই পরিস্থিতি নিয়ে।

Advertisement

আরও পড়ুন : উত্তপ্ত রাজধানী, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়ন ৩৫ কোম্পানি আধাসেনা, এক হাজার পুলিশকর্মী

Advertisement
Advertisement

পরিস্থিতি এতটা ভয়ানক যে সাংবাদিকরা ও আক্রান্ত হয়েছেন। বাঙালী সাংবাদিককে হিন্দু না মুসলিম তা প্রমাণ করতে ও বলা হয়েছে বলে সূত্রের খবর। দিল্লির পুলিশ কমিশনার বলেছেন যে যারা এই অশান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Related Articles

Back to top button