দেশনিউজ

শ্রমিক অধিকারে ১৫১তম স্থানে মোদির ভারত

Advertisement
Advertisement

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে যেমন কর্মহারা হয়ে পড়েছেন আইটি সেক্টরে কর্মরত কর্মচারী, ঠিক তেমন লাখো লাখো পরিযায়ী শ্রমিক কর্মহারা হয়ে বাড়ি ফিরেছিল। কেউ হেঁটে হেঁটে, কেউ বা নিজের সন্তানকে ট্রলি ব্যাগের মধ্যে করে টেনে নিয়ে চলে। কেউ স্টেশনে গরমের মধ্যে মৃত্যুবরণ করে নিয়ে ভিন রাজ্য থেকে নিজ রাজ্যে ফিরছিল। লকডাউনের পর এমন লাখো লাখো পরিযায়ী শ্রমিকদের দুর্দশার খন্ডচিত্র দেখেছে গোটা দেশ। এমনকি ভারতের শ্রমিক অধিকার বলে কিছু আছে কিনা, তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছিল দেশ জুড়ে। আর এবার সেই প্রশ্নের উত্তর সম্ভবত পাওয়া গেল। Oxfam-এর রিপোর্ট বলছে শ্রমিক অধিকার রক্ষার নিরিখে ১৫৮টি দেশের মধ্যে ভারতের স্থান ১৫১ তম।

Advertisement
Advertisement

অক্সফ্যামের (Oxfam) অসাম্য দূরীকরণ সংকল্প সূচক (Commitment to Reducing Inequality Index) রিপোর্ট বলছে, ১৪১তম স্থান থেকে ১০ ধাপ পিছিয়ে গিয়েছে ভারত। ১৫৮টি দেশের মধ্যে ঠাঁই হয়েছে ১৫১ নম্বরে। এই ছোট্ট পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, বিশ্বের নিরিখে শ্রমিক অধিকার রক্ষায় ঠিক কতটা কাজ হয়েছে এ দেশে?

Advertisement

শুধু তাই নয়, সরকারের কাজকর্মের ক্ষেত্রেও অনেকটাই পিছিয়ে রয়েছে আমাদের দেশ মাতৃকা। ১৪১তম  স্থানে রয়েছে ভারত। আর এই পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট চাপে রেখেছে এমনকি এই পরিসংখ্যানের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যাতে সরকার নয়, এমন পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button