নিউইয়র্ক: চিন (China), পাকিস্তান (Pakistan) নিয়ে চিন্তিত ভারত (Imdia) সুরক্ষার দিকটি নিয়ে কোনওরকম ফাঁক চায় না। তাই ‘বন্ধু’ রাশিয়ার (Russia) থেকে ২০১৮ সালের অক্টোবর (October) মাসে উন্নত মানের পাঁচটি এয়ার ডিফেন্স সিস্টেম (long range air defence system) এস-৪০০ কিনতে চুক্তি স্বাক্ষর করে ভারত। কিন্তু এবার সেই চুক্তি ভঙ্গ করতে নির্দেশের সুর শোনা গেল মার্কিন যুক্তরাষ্ট্র (America) প্রশাসনের গলায়।
রাশিয়ার সঙ্গে এই অস্ত্র চুক্তি প্রথম থেকেই ভালভাবে নেয়নি আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে এই মর্মে হুঁশিয়ারি দেন যে ভারত যদি রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কেনে, তাহলে নয়াদিল্লিকে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপাশাপাশি কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখতে ট্রাম্প প্রশাসনের তরফে ৫০০ কোটি ডলারের এই চুক্তি বাতিল করতে বলা হয়েছে৷ আগামী সপ্তাহেই জো বাইডেন শপথ নেবেন প্রেসিডেন্ট পদে। ওয়াকিবহাল মহলের মত রুশ মিসাইল নিয়ে এই বিতর্ক চলবেই। বাইডেন প্রশাসন ভারতের জন্য নিয়ম শিথীল করতে নাও পারে।
যদিও ভারতের তরফে সাফ জানান হয় চিনের হুমকির বিরুদ্ধে লড়াই করতে হলে এই ক্ষেপণাস্ত্রগুলির প্রয়োজন রয়েছে৷ সম্প্রতি লাদাখে যেভাবে চিনা আগ্রাসন বৃদ্ধি পেয়েছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত ভারত৷ তবে নয়া দিল্লি আমেরিকার সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করবে তা বলাই বাহুল্য। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্বব্যাপী কৌশলগত সম্পর্ক রয়েছে। অন্যদিকে, রাশিয়ার সঙ্গে ভারতের একটি বিশেষ এবং সুবিধাজনক কৌশলগত সম্পর্ক রয়েছে।”
যদিও মার্কিন আধিকারিকরা বিশ্বাস করেন যে দিল্লির পুনর্বিবেচনার এখনও সময় আছে। রাশিয়ানদের সঙ্গে এই চুক্তি যদি “কার্যকর হয়” তবে শাস্তিমূলক পদক্ষেপগুলি কেবল তখনই শুরু করবে তারা। ওয়াশিংটন নয়াদিল্লিকে বলেছে যে ভারত যদি এস -৪০০ নেয় তবে তার সিস্টেমগুলি কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের উপর প্রভাব ফেলেছে সেই দিকটিও খতিয়ে দেখা হবে।