দেশনিউজ

বৈঠকেও মেলেনি ফল, সীমান্তে সেনা বাড়াচ্ছে দুই পক্ষই

×
Advertisement

ভারতঃ চিন ভারত বিদেশমন্ত্রক পর্যায়ের বৈঠকের হওয়ার পরে থামেনি দুপক্ষের লড়াই। বরং গত ২৪ ঘণ্টায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা সংখ্যা বাড়িয়েছে দুই পক্ষই। প্রতিদিনই দুপক্ষের লড়াইয়ে ক্রমশ সরগরম হচ্ছে লাদাখ সীমান্ত। আর এসবের মাঝেই প্যাংঙ্গন লেক বরাবর ফিংগার পয়েন্টগুলিতে সেনা সংখ্যা বাড়িয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দফায় দফায় ওই এলাকায় সেনা, ট্যাঙ্কার পাঠানা হয়েছে।

Advertisements
Advertisement

প্রসঙ্গত গতকাল চিন প্যাংগং লেকের পশ্চিম তীর দিয়ে মোটর বোট চড়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। কিন্তু তবে প্যাঙ্গন লেকের চারপাশে ভারতীয় সেনা জওয়ানদের কড়া পাহারা থাকার কারণে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে ব্যর্থ হয় চিন। এরপরেই ভারতীয় সেনার তাড়া খেয়ে নিজেদের অংশে ফিরে যেতে বাধ্য হয় চিনা সেনারা। মে মাস থেকে দখল করে রাখা ফিংগার-ফোরে মঙ্গলবার প্রবেশ করে চিনা সেনারা।

Advertisements

মোটর বোটে চেপে ভারতীয় ভূখণ্ডের ভেতর প্রবেশ করার সাথে সাথেই তাদের তাড়া করে ভারতীয় সেনারা আর এই ঘটনার পরেই পাত তারি গুটিয়ে নিজেদের এড়িয়ায় পাড়ি দেয় চিন সেনারা।দুই দেশের ফৌজের মধ্যে যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয় সেইজন্য শুক্রবার সকাল ১১টা নাগাদ দুই দেশের সেনা কর্তারাই আলোচনায় বসেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বরং দুপক্ষই রাতারাতি আরো বেশি সেনা মোতায়েন করেছে লাদাখ সীমান্তে।

Advertisements
Advertisement

সব মিলিয়ে যত দিন যাচ্ছে এখন দুই তরফের বিবাদ ততোই বাড়ছে। এছাড়াও প্রতিবার নিজের দেশকে সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নতুন অস্ত্রেরও ব্যবহার করেছে ভারতের সেনাবাহিনী। এমনকি এতোকিছুর পরেও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বজায় রাখতে চাইছে চিনের পিপলস লিবারেশন আর্মি।

 

Related Articles

Back to top button