Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ফের রাজ্যে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি

দুই সপ্তাহ আগেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানে। এবার সেই বঙ্গোপসাগরেই আবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানাচ্ছে দিল্লির মৌসম ভবন। আগামী সপ্তাহে…

Avatar

দুই সপ্তাহ আগেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানে। এবার সেই বঙ্গোপসাগরেই আবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানাচ্ছে দিল্লির মৌসম ভবন। আগামী সপ্তাহে তৈরি হতে পারে এই নিম্নচাপটি। তবে এই নিম্নচাপটির আমফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। মৌসম ভবনের কর্তা জানাচ্ছেন, “নতুন তৈরি হতে চলা নিম্নচাপটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম, বরং এটি বর্ষার আগমনে সুবিধা করবে।”

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপটি কেমন চেহারা নেবে তা আগামী সোমবারের মধ্যেই জানা যাবে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস মতোই এবছর কেরলে বর্ষা ঢুকেছে ১লা জুন। এবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের হাত ধরে বাংলাতেও বর্ষা আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এদিকে রাজ্যে প্রতিদিনই প্রায় ঝড়বৃষ্টি হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি লেগেই আছে। রাজ্যে এই মুহূর্তে চলছে প্রাক বর্ষার বৃষ্টি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবছর একদম সঠিক সময়ে দেশে বর্ষার প্রবেশ ঘটেছে। রাজ্যে বর্ষা আসার স্বাভাবিক সময় এবছর ৫ই জুন। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর একটি শাখা প্রথমে উত্তরবঙ্গে ঢুকবে। সেখান থেকেই আসবে দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গে এবছর বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ৮ই জুন। নির্দিষ্ট সেই সময়েই বর্ষা ঢুকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

About Author