Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জনসংযোগের দূরত্ব বজায় রাখতে রানাঘাট বাজারে নেওয়া হল এক বিশেষ উদ্যোগ

মলয় দে, রানাঘাট নদিয়া : করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য এবার রানাঘাট নেতাজী বাজার সরিয়ে নিয়ে যাওয়া হল রানাঘাট হাসপাতাল মাঠে। রানাঘাট শহরের ভেতর এই বাজারে প্রচুর মানুষজন আসেন সব্জী…

Avatar

মলয় দে, রানাঘাট নদিয়া : করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য এবার রানাঘাট নেতাজী বাজার সরিয়ে নিয়ে যাওয়া হল রানাঘাট হাসপাতাল মাঠে। রানাঘাট শহরের ভেতর এই বাজারে প্রচুর মানুষজন আসেন সব্জী মাছ কিনতে।কিন্তু সম্প্রতি লক ডাউনের ফলে মানুষজন এই বাজারে সস্তায় বাজার কিনতে আসেন।সরকারি ভাবে নানা বিজ্ঞপ্তি জারী করা হলেও নিয়মকে বুড়ো আংগুল দেখিয়ে অবাধে দুরত্ব বজায় না রেখে বাজারঘাট করছিলেন।

অবশেষে নেতাজী বাজার ব্যবসায়ী সমিতি উদ্যোগে ওই বাজার বেশকিছু সবজী,মাছ বিক্রেতাকে তুলে রানাঘাট ডিসপেনসারি লেন সংলগ্ন পুলিশ হাসপাতাল মাঠে স্থানান্তরিত করা হল।ফলে এবার দুরত্ব বজায় এবং ভিড় এড়াতে এই বাজার বসানোয় করোনা ভাইরাসের আতংক এর সাথে রানাঘাটবাসী স্বস্তির নিঃশ্বাস পেল কিছুটা হলেও।উদ্যোগতাদের পক্ষ থেকে লিস্টন দত্ত জানান আমরা দুরত্ব বজায় রাখার পাশাপাশি বিক্রেতাদের মধ্যে করোনা সম্পর্কে সচেতন ও মাক্স ও স্যানেটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।এদিন তারা ওই বাজারের সমস্ত বিক্রেতাদের মাক্স বিতরন করেন তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author