আন্তর্জাতিকনিউজ

নভেম্বরেই ব্রিটেনে সাধারণের জন্য আসতে চলেছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

Advertisement
Advertisement

ব্রিটেন: বিশ্ব জুড়ে দীর্ঘ সাত-আট আট মাস ধরে করোনার থাবায় নাজেহাল সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলে। বিশ্বের বেশ কয়েকটি দেশ করোনা ভ্যাকসিন তৈরি করছে। কিন্তু কোন দেশের ভ্যাকসিন আগে বিশ্বের বাজারে আসবে, তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে বিভিন্ন মহলে। তবে এবার পরিষ্কারভাবে জানানো হয়েছে, ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন সবার প্রথমে বাজারে আসতে চলেছে। তরুণ ও প্রবীণদের ওপর দারুনভাবে কাজ করছে এই করোনা ভ্যাকসিন। ক্লিনিক্যাল ট্রায়ালে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। আর তাই নভেম্বরের শুরুতে ব্রিটেনের সাধারণ মানুষদের মধ্যে এই ভ্যাকসিন প্রয়োগ করা হতে পারে। ইতিমধ্যে ব্রিটেনের প্রথম সারির একটি হাসপাতালকে এর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

জানা গিয়েছে ১৮ থেকে ৫৪ বছর বয়সী মানুষদের মধ্যে দারুনভাবে কাজ করছে অক্সফোর্ডের এই করোনা ভ্যাকসিন। বয়স্কদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করায় অ্যান্টিবডি এবং টি সেল তৈরি হচ্ছে। ইতিমধ্যেই অক্সফোর্ডের তৈরি এই ভ্যাকসিন মার্কিন মুলুকের অনুমতি পেয়ে আমেরিকায় হিউম্যান ট্টাযাল শুরু করেছে।

Advertisement

কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতে এই ভ্যাকসিন কবে আসবে? এই মুহূর্তে এ দেশে উৎসবের মরশুম চলছে। আর এই সময়ে এই প্রশ্নটা ভীষণভাবে প্রাসঙ্গিক। তবে ভারতে কবে ভ্যাকসিন সাধারণের জন্য আসবে, তা নিয়ে কিন্তু এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি। তবে নভেম্বরে ব্রিটেনে যদি এই ভ্যাকসিন বাজারে চলে আসে, তাহলে আশা করা যাচ্ছে, ভারতীয় এই ভ্যাকসিন খুব শীঘ্রই চলে আসবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button