কলকাতানিউজ

কলকাতায় কমল দূষণের মাত্রা, শুদ্ধ হচ্ছে বাতাস

Advertisement
Advertisement

দেশ জুড়ে চলছে লক ডাউন। নোভেল করোনা ভাইরাসের দাপটে থমকে বিশ্ব এবং আতঙ্কেও কাটছে প্রতিটা দিন। করোনার দাপটে সংক্রমণের হার ঠেকাতে সারা দেশ জুড়ে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক ডাউন ঘোষণা করেছেন। যার ফলে রাস্তাঘাট জনশূন্য, চলছে না কোনোরকম যানবাহন, ট্রেন, ট্রাম ইত্যাদি। তবে কিছু অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে রয়েছে ছাড়। লক ডাউনে যানবাহন চলাচল স্থগিতের ফলে বাতাসে কমছে দূষণ। সেরকম ভাবেই রাজ্যের কলকাতাতেও দূষণের মাত্রা অনেক কমে গিয়েছে, এমনটাই জানিয়েছেন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র।

Advertisement
Advertisement

তিনি জানাচ্ছেন, শহরে লক ডাউনের ফলে কলকারখানা বন্ধ রয়েছে, যার প্রভাব পড়েছে পরিবেশে। আকাশ এখন অনেক বেশি নীল। কলকাতাও তার ব্যতিক্রম নয়। কলকাতায় এই মূহুর্তে বায়ু দূষণের সূচক ৫০ থেকে ১০০-র মধ্যে রয়েছে। মঙ্গলবার সকালে লক ডাউন জারির ৮ম দিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে একিউআই-এর পরিমাণ ছিল ৮৯। যাদবপুরে একিউআই-এর পরিমাণ ছিল ৭৬। এবং রবীন্দ্র সরোবরে ৬৮।

Advertisement

এক কর্মী জানিয়েছেন, গত নভেম্বরে যেখানে একিউআই ৪০০ তে পৌঁছে গিয়েছিল, সেখানে লক ডাউনে যান চলাচল স্থগিত ও কলকারখানা বন্ধ থাকার ফলে কলকাতার বাতাসে দূষনের মাত্রা অনেকটাই কম।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button