বিনোদনমিউজিক

শোভনকে নিয়ে ইমনকে ট্রোল, নেটিজেনদের উদ্দেশ্যে সপাট জবাব গায়িকার

×
Advertisement

ইমন চক্রবর্তী (Imon chakraborty)-র সময়টা মনে হয় একেবারেই ভালো যাচ্ছে না। সম্প্রতি ‘সারেগামাপা’-র বিজয়ী অর্কদীপ মিশ্র (Arkadip mishra)প্রসঙ্গে বলা হয়েছে, ইমন নাকি তাঁকে টাকা খাইয়ে বিজয়ী বানিয়েছেন। এই কথায় ইমন রেগে গিয়ে লাইভে এসে রীতিমত প্রতিবাদ করেছেন। তার মধ্যেই এবার ট্রোলের মুখে পড়ল ইমনের ‘সৃজনে ছন্দে’। 15 ই এপ্রিল, বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখে ইমনের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ইমনের নতুন নজরুলগীতির অ্যালবাম ‘সৃজনে ছন্দে’। যথারীতি ইমনের এই অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন নীলাঞ্জন (Nilanjan ghosh)। ‘সৃজনে ছন্দে’-র ভিডিওগ্রাফি করেছেন দেবর্ষি সরকার (debarshi sarkar)। কিন্তু ‘সৃজনে ছন্দে’-র মূল চমক ইমনের নাচ। এই প্রথম গানের পাশাপাশি নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে ইমনকে। ‘সৃজনে ছন্দে’-র জন্য কিছুদিন ওড়িশা নৃত্যের তালিমও নিয়েছেন ইমন। মিউজিক ভিডিওটিতে ইমনকে ওড়িশি নৃত্যশিল্পীর সাজে ওড়িশি নাচতে দেখা যাচ্ছে। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন নিলয় সেনগুপ্ত (Nilay sengupta)। ‘সৃজনে ছন্দে’-তে তাঁর ফার্স্ট লুক ইমন প্রকাশ করেছেন তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। ইমনের এই অভিনব রূপ সামাজিক মাধ্যমে ক্রমশ ভাইরাল হয়ে চলেছে।

Advertisements
Advertisement

কিন্তু ‘সৃজনে ছন্দে’ নিয়ে মোটেই খুশি নন নেটিজেনরা। এমনকি সারেগামাপা-র মঞ্চে ইমনের নাচ নিয়ে কটুক্তি করে অনেকেই বলেছেন, আকৃতি কক্কর (Akriti kakkar)নাচেননি। অথচ ইমন জঘন্য ভাবে নাচছিলেন। এমনকি ইমনের প্রাক্তন বয়ফ্রেন্ড শোভন (shobhan Ganguly)-কে টেনেও অনেকে বলেছেন, এবার বোধহয় শোভনের জায়গাটা অর্কদীপ নিলেন। কটূক্তির স্ক্রিনশটস তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইমন লিখেছেন, সবাই যেন বাড়িতে বসেই তাঁকে গালি দেন। এর জন্য করোনা পরিস্থিতির মধ্যে রাস্তায় বেরোনোর দরকার নেই। একই সঙ্গে গালাগালি দেওয়ার সময় সবাইকে মাস্ক পরে, সোশ্যাল ডিসট‍্যান্স বজায় রাখার উপদেশ দিয়েছেন ইমন। ইতিমধ্যেই দেবলীনা কুমার (Devlina kumar) ইমনকে এইসব ট্রোলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। ইমন জানিয়েছেন, ডান্ডায় ঠান্ডা হয় সব। তাই তিনি উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন।

Advertisements

অপরদিকে ইমনের স্বামী নীলাঞ্জন এই কমেন্টগুলিকৈ জোকস ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। তিনি বলেছেন, তিনি নাকি কমেন্টগুলি পড়ে হেসে গড়িয়ে পড়েছেন। তাঁর মতে, করোনা আবহে এই ধরনের জোকসের সাপ্লাই থাকা উচিত।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button