দেশনিউজ

নতুন ব্যবসা করতে চান? ১৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে কেন্দ্র

Advertisement
Advertisement

নয়াদিল্লি: দেশের নতুন প্রজন্মকে স্বনির্ভর করে তুলতে মাত্র ৪ শতাংশ সুদে মূলধনের জোগান দিচ্ছে কেন্দ্রীয় সরকার। দেশকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করেছে।

Advertisement
Advertisement

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে কলকাতায় এসে জানিয়েছেন, নতুন ব্যবসায়ীক উদ্যোগকে সাহায্য করতে এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড থেকে ২০ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে জানান, ২০ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত ঋণের ৭৫ শতাংশ অঙ্কের উপর মাত্র ৪ শতাংশ সুদ দিতে হবে ঋণগ্রহীতাকে।

Advertisement

মন্ত্রকের আওতায় থাকা ‘ন্যাশনাল সিডিউলড কাস্টস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন’-এর মূলধনের পরিমাণ ১,৫০০ কোটি টাকা। এই NSFDC-এর বিভিন্ন স্কিমের আওতায় বেশ কিছু আর্থিক সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। পরিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হলেই এই আর্থিক সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button