আইপিএলের ইতিহাস প্রথমবার ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদবের ব্যাট থেকে শত রানের ইনিংস এসেছে। বিগত এক যুগ ধরে ভারতীয় প্রিমিয়ার লিগে পারফরম্যান্স করছেন সূর্য কুমার যাদব। যেখানে একাধিকবার অর্ধশত রানের গণ্ডি পার করলেও মাইলস্টোন স্পর্শ করতে পারেনি সূর্য। গতকাল শক্তিশালী গুজরাটের ধ্বংসাত্মক বোলিং লাইন-আপের সামনে একাই লড়াই করে দলকে ২০০-র গন্ডি পার করান সূর্য কুমার যাদব।
গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা এবং ঈশান কিষানের হাত ধরে শুরুটা ভালো হলেও রশিদ খানের ঘুর্ণিতে দিশেহারা হয়ে পড়েন দুজনেই। এরপর ব্যাট হাতে মাঠে নেমে ধ্বংসযোগ্য শুরু করেন সূর্য কুমার যাদব। সূর্যকুমার যাদব মাত্র ৪৯ বলে নিজের ১০৩ রানের ইনিংস খেলেন। এই ইনিংসে সূর্যকুমার যাদব ১১টি চার ও ৬টি ছক্কা হাঁকান। গুরুত্বপূর্ণ এই ইনিংসে প্রথম ৩২ বলে হাফ সেঞ্চুরি করেন সূর্যকুমার যাদব। তারপর পরের ১৭ বলে করেন ৫৩ রান করেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowInstagram story by King Kohli about Suryakumar Yadav. pic.twitter.com/IaWd2LfF3P
— Johns. (@CricCrazyJohns) May 12, 2023
মূলত সূর্য কুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গুজরাট টাইটান্স। তবে রশিদ খানের ৩২ বলে ৭৯ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে গুজরাট। এদিকে, গুরুত্বপূর্ণ ম্যাচে সূর্য কুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে মারাঠি ভাষায় লিখেছেন,‘তুলা মানালা ভাউ।’ বাংলাতে যার অর্থ,’তোর ক্ষমতা মেনে নিলাম ভাই।’