Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Train Ticket Discount: ট্রেনের টিকিটে পাওয়া যাবে 75% পর্যন্ত ছাড়, জানুন কারা পাবেন এই সুবিধা

ট্রেনে ভ্রমণ করা যতটা সহজ ও আরামদায়ক, নিশ্চিত টিকিট পাওয়াও ততটাই কঠিন। মানুষ এর নিশ্চিত টিকিট পেতে আরও বেশি অর্থ প্রদান করতে প্রস্তুত, তবে এমন কিছু লোক রয়েছে যাদের বাজেট…

Avatar

ট্রেনে ভ্রমণ করা যতটা সহজ ও আরামদায়ক, নিশ্চিত টিকিট পাওয়াও ততটাই কঠিন। মানুষ এর নিশ্চিত টিকিট পেতে আরও বেশি অর্থ প্রদান করতে প্রস্তুত, তবে এমন কিছু লোক রয়েছে যাদের বাজেট বেশি নয়। ভারতীয় রেলে প্রতিদিন প্রায় আড়াই কোটি মানুষ যাতায়াত করেন, কিন্তু জানেন কি রেল কিছু যাত্রীকে টিকিটে ৫০ শতাংশের বেশি ছাড় দেয়? জেনে নিন কারা পাবেন এই সুবিধা।

ভারতীয় রেল বিশেষভাবে সক্ষম ব্যক্তি, মানসিক প্রতিবন্ধী এবং সম্পূর্ণ অন্ধ যাত্রীদের ট্রেনের টিকিটে ছাড় দেয়, যারা কারও সাহায্য ছাড়া ভ্রমণ করতে পারেন না। এ ধরনের যাত্রীরা সাধারণ, স্লিপার ও থার্ড এসিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। অন্যদিকে সেকেন্ড ও ফার্স্ট এসির কথা বললে এতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। রাজধানী ও শতাব্দীতে ভ্রমণ করলে সব ধরনের টিকিটে ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Indian railways ticket discount

একইভাবে ওই যাত্রীদের সঙ্গে ট্রেনে যাতায়াত করা ব্যক্তিকেও সমান ছাড় দেওয়া হয়। যক্ষ্মা, কিডনি, ক্যান্সার রোগী এবং অসংক্রামক রোগে আক্রান্তদের ছাড় দেয় রেল। এ তালিকায় যুক্ত করা হয়েছে হৃদরোগে আক্রান্ত রোগীদেরও।

ট্রেনে ভ্রমণকারী রেল ছাত্র, যুদ্ধ বিধবা, আইপিকেএফ বিধবা, কার্গিল শহিদের বিধবা, সন্ত্রাসবাদী ও চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে নিহত প্রতিরক্ষা কর্মীদের বিধবা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, শ্রম পুরস্কারপ্রাপ্ত শিল্প শ্রমিক, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে শহিদ পুলিশের বিধবা, পুলিশ পদক প্রাপক, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ এবং খেলোয়াড়দেরও বিশেষ নিয়মে রেলের টিকিটের হারে ছাড় দেওয়া হয়।

About Author