টেক বার্তা

লকডাউনে ঘরে বসে আবেদন করুন নতুন ড্রাইভিং লাইসেন্স, জেনে নিন কীভাবে করবেন

Advertisement
Advertisement

করোনা পরিস্থিতিতে আবারও থমকে গিয়েছে সকলের জীবন। ইতিমধ্যেই বাংলায় জারি করা হয়েছে লকডাউন। এমন অবস্থায় খুব দরকারি কাজ ছাড়া অথবা জরুরী ব্যবস্থার সাথে যুক্ত না থাকলে বাড়ি থেকে বের হতে পারবেন না। এদিকে নিজের গাড়িতে করে কোনও দরকারি কাজে যেতে গিয়ে যদি হঠাৎই দেখতে পান যে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ফুরিয়েছে। তখন কী করবেন? লকডাউনের সময় দুই চাকা কিংবা চার চাকার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এইবার ঘর থেকেই। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক,

Advertisement
Advertisement

১।অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে গেলে প্রথমেই যেতে হবে পরিবহণ বিভাগের ওয়েবসাইটে। ওয়েবসাইট টি হল – https://parivahan.gov.in। .
২। হোম পেজে অনলাইন সার্ভিসেস বিকল্পটিকে সিলেক্ট করতে হবে।
৩। এর পরে ক্লিক করতে হবে ড্রাইভিং লাইসেন্সের ওপরে।
৪। সেখানে গিয়ে নিজের রাজ্যের নাম বেছে নিতে হবে।
৫। এর পরেই আপনার সামনে আসবে পুনর্নবীকরণের বিকল্প।

Advertisement

৬। বিকল্পটিকে বেছে নিয়ে নথিপত্র আপলোড করতে হবে
৭। এর পরে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করতে হবে।
৮। বলা বাহুল্য, এর পরে যখন পেমেন্টের পেজটি সামনে আসবে তখন ৩৫০ জমা করতে হবে।
৯। পুরো প্রক্রিয়াটি শেষ হলে রিসিট জেনারেট করতে হবে।
বলা বাহুল্য, এইভাবে কেবল পুরানো লাইসেন্স রিনিউ করাই নয়। গ্রাহু নতুন লাইসেন্স নথিভুক্তকরণ অথবা অস্থায়ী বাহন নথিভুক্তকরণ করতে আগ্রহী হয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button