টেক বার্তা

৮,০০০ টাকা দাম বাড়ল Honda এর এই সেডান গাড়ির, মার্কেটে রয়েছে ব্যাপক চাহিদা

সেডান গাড়ির সেগমেন্টে ব্যাপক চাহিদা রয়েছে Honda এর এই গাড়ির

Advertisement
Advertisement

ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। তবে সেডান গাড়ির কথা বললে চর্চায় থাকে হোন্ডা ব্র্যান্ডের গাড়িগুলি। তবে এই বছরের শুরু থেকে এই কোম্পানির গাড়ির দাম বৃদ্ধি শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন কোম্পানিও তাদের মডেলের দাম বহুগুণ বাড়িয়েছে। সম্প্রতি, হোন্ডা তাদের অ্যামেজ এবং সিটি সেডানের দাম বাড়িয়েছে। কোন গাড়ির কত দাম বাড়ল জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

Honda India সম্প্রতি Amaze-এর দাম ৬,০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। দামের এই পরিবর্তনের পর, Amaze-এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য এখন ৭.০৫ লক্ষ টাকা হয়ে গেছে, যা এর শীর্ষ ভেরিয়েন্টের জন্য ৯.৬৬ লক্ষ টাকায় পৌঁছেছে। আগের তুলনায় দাম ০.৮৬% বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দাম বেড়েছে Honda City এর ও। এই গাড়ির দাম ৮,০০০ টাকা। এই গাড়ির এক্স শোরুম মূল্য হয়েছে ১১.৬৩ লাখ টাকা। এই গাড়ির টপ মডেলের দাম হবে প্রায় ২০.৩৯ লাখ টাকা।

Advertisement

হোন্ডা সিটির দাম আগের তুলনায় ০.৫০% থেকে ০.৬৯% বৃদ্ধি করা হয়েছে। যাইহোক, শুধুমাত্র এর নন-হাইব্রিড ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে এবং হাইব্রিড ভেরিয়েন্টের দামে কোন পরিবর্তন হয়নি। এই সেডান গাড়ির মার্কেটে এই গাড়ির যথেষ্ঠ জনপ্রিয়তা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button