Today Trending Newsদেশনিউজ

লোকাল ট্রেনের বদলে এই রাজ্যে চলবে বন্দে ভারত মেট্রো, টেন্ডার জারি করেছে রেল

MRVC ২৮৫৬ টি কোচ কেনার জন্য একটি আন্তর্জাতিক টেন্ডার জারি করেছে

×
Advertisement

ভারতের রেল পরিষেবা ছড়িয়ে রয়েছে গোটা দেশজুড়ে। অপেক্ষাকৃত কাছাকাছি যাওয়ার জন্য লোকাল ট্রেন পরিষেবা এবং দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রয়েছে এক্সপ্রেস ট্রেন পরিষেবা। ভারতীয় রেল নিরন্তন প্রচেষ্টা করছে তাদের পরিষেবা ভালো করার জন্য। আর এই পরিষেবাকে আরো উন্নত করার জন্য আসছে বন্দে ভারত ট্রেন। তবে এবার এখানেই থেমে নেই আর ভারতীয় রেল। মুম্বাই শহরের লাইফ লাইন লোকাল ট্রেন এবার হয়ে যাবে অতীত। সেই জায়গা নেবে অত্যাধুনিক বন্দে ভারত মেট্রো। আসলে এবার মুম্বাই জুড়ে লোকাল ট্রেনের বদলে চলবে অত্যাধুনিক এবং ফিচারে ঠাসা বন্দে ভারত মেট্রো।

Advertisements
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশন (MRVC) মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলে বন্দে ভারত মেট্রো ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। মুম্বাইতে বন্দে ভারত মেট্রো ট্রেন নেটওয়ার্ককে শক্তিশালী করতে, এমআরভিসি ২৮৫৬টি কোচ কেনার জন্য একটি আন্তর্জাতিক দরপত্র জারি করেছে। কর্মকর্তারা বলেছেন যে মুম্বাই আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (MUTP) এর অধীনে মুম্বাইয়ের রেল ট্র্যাকে নামতে চলেছে ২৩৮ টি বন্দে মেট্রো ট্রেন। ২৩৮ টি ট্রেনের জন্য ২৮৫৬ টি কোচ কেনার জন্য দরপত্র তৈরি করা হয়েছে। MUTP-এর 3 এবং 3A প্রকল্পগুলির জন্য ১০৯৪৭ কোটি টাকা খরচ করা হবে।

Advertisements

তবে এখন প্রশ্ন মুম্বাইয়ের লাইফ লাইনে কবে নামবে বন্দে ভারত মেট্রো? এই প্রসঙ্গে এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে ২০২৩ সালের মে মাসে মুম্বাইয়ের শহরতলির রেলওয়ে নেটওয়ার্কের জন্য ২৩৮ টি বন্দে মেট্রো রেক সংগ্রহ করার জন্য MRVC টেন্ডার পাঠায়। বন্দে মেট্রো ট্রেন নির্মাণের জন্য ২ বছর বিবেচনা করা হয়েছে এবং আগামী পাঁচ বছরে গড়ে ৫০ টি ট্রেন প্রতি বছর সরবরাহ করা হবে। এই বন্দে মেট্রোতে স্বয়ংক্রিয় দরজা এবং একক শ্রেণির আধুনিক কোচ থাকবে। এতে প্রথম শ্রেণি এবং দ্বিতীয় শ্রেণি কোচের কোনো ব্যবস্থা থাকবে না।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button