Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sunny lion: ‘হ‍্যাশট‍্যাগ বয়কট মধুবন’ ট্রেন্ড টুইটারে! খুনের হুমকি পেলেন সানি লিওনি

বলিউড ইন্ডাস্ট্রিতে সানি লিওনি নামটাই যথেষ্ট। তার নামেই উষ্ণতা ছড়ায় চতুর্দিকে। অভিনেত্রীর একবার তাকানোতেই রাতের ঘুম ওড়ে তার অগণিত পুরুষ ভক্তদের। সম্প্রতি সানি লিওনিকে কনিকা কাপুরের গানে নাচতে দেখা গিয়েছে।…

Avatar

By

বলিউড ইন্ডাস্ট্রিতে সানি লিওনি নামটাই যথেষ্ট। তার নামেই উষ্ণতা ছড়ায় চতুর্দিকে। অভিনেত্রীর একবার তাকানোতেই রাতের ঘুম ওড়ে তার অগণিত পুরুষ ভক্তদের। সম্প্রতি সানি লিওনিকে কনিকা কাপুরের গানে নাচতে দেখা গিয়েছে। আর তারপর থেকেই পেতে শুরু করেন খুনের হুমকি। এমনকি নেটিজেনদের একাংশ তার নতুন মিউজিক ভিডিও বয়কট করারও ডাক দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তার নতুন মিউজিক ভিডিও বয়কট করার জন্য ট্রেন্ডিং হয়েছে ‘হ‍্যাশট‍্যাগ বয়কট মধুবন’।

সম্প্রতি কনিকা কাপুরের গাওয়া ‘মধুবন’ গানের সাথে নেচে মিউজিক ভিডিও বানিয়েছেন সানি লিওনি। গানটি আইটেম নম্বর হিসেবেই পেশ করা হয়েছে দর্শকদের সামনে। এই গানটির আগের ভার্সন অর্থাৎ পুরনো ভার্সনটি মোহাম্মদ রফি সাহেবের গাওয়া। ১৯৬০ সালে ‘কোহিনুর’ ছবির মহম্মদ রফি সাহেবের গাওয়া ‘মধুবন মে রাধিকা নাচে’ গানটিরই রিমিক্স গেয়েছেন কনিকা কাপুর। আর এই রিমিক্স আঘাত করছে হিন্দুদের ধর্মাবেগে, এমনটাই মত অনেকের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি এই মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে থেকে কেউ কেউ বলেছেন, কোন গানের সাথে কিরকম ভিডিও হবে? কিংবা কিরকম নাচা উচিৎ! তা বানানোর আগে একবার ভালোভাবে দেখে নেওয়া উচিৎ ছিল। এই গানের সাথে সানি লিওনির এমন উত্তেজক নাচ একেবারেই মানানসই নয় বলেই মত অধিকাংশের। এই গানের সাথে এমন মিউজিক ভিডিও বানিয়ে রাধাকে অপমান করা হয়েছে বলেই দাবি তুলেছেন অনেকে। অবিলম্বে এই গান বয়কট করার দাবি তুলেছেন নেটনাগরিকদের একাংশ।

বর্তমানে টুইটারে এই গান বয়কট করার জন্য ‘হ‍্যাশট‍্যাগ বয়কট মধুবন’ ট্রেন্ডিং করা হচ্ছে। এমনকি এই কারণে তিনি খুনের হুমকিও পেয়েছেন। তিনি আসলে একজন শিখ। জন্মসূত্রে তার নাম করনজিৎ কউর। তবে তাকে খুনের হুমকি দেওয়া উচিৎ হয়নি বলেই মনে করেন অনেকে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে এই মিউজিক ভিডিওর কর্মকর্তারা কিংবা সানি লিওনি নিজে কোন মন্তব্য করেননি।

About Author