Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Hallmark Gold: সোনার গয়না কেনার নিয়মে বড় পরিবর্তন, ছয় অঙ্কের হলমার্ক ছাড়া আর গ্রহণযোগ্য হবে না সোনা

পহেলা এপ্রিল থেকে বদলাতে চলেছে সোনা কেনার নিয়ম। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস নির্দেশ দিয়েছে আগামী ৩১ মার্চের পর থেকে ছয় অংকের হলমার্ক ছাড়া আর সোনার গয়না বিক্রি করা যাবে না।…

Avatar

পহেলা এপ্রিল থেকে বদলাতে চলেছে সোনা কেনার নিয়ম। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস নির্দেশ দিয়েছে আগামী ৩১ মার্চের পর থেকে ছয় অংকের হলমার্ক ছাড়া আর সোনার গয়না বিক্রি করা যাবে না। দেশজুড়ে নকল সোনা কেনাবেচা বন্ধ করতে এই উদ্যোগ নিয়েছে এই সরকারি সংস্থা। উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৩১ মার্চের পর ছয় অঙ্কের এই হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন ছাড়া আর কোন রকমের সোনার গয়না বিক্রি করতে পারবেন না স্বর্ণ ব্যবসায়ীরা।

আর অন্য কোন ধরনের সোনা আপনি কিনতে পারবেন না ৩১ মার্চের পর থেকে। এখনকার দিনে এই ছয় অঙ্কের হলমার্ক ছাড়া বেশ কিছু সোনা বাজারে ঘোরাফেরা করছে। সেগুলি মূলত নকল সোনা। গ্রাহকদের ঠকানোর জন্য বিভিন্ন ধরনের সোনা তৈরি করে থাকে ব্যবসায়ীরা। নতুন এই নিয়ম অনুযায়ী সোনা কেনাবেচার ক্ষেত্রে শুধুমাত্র ছয় অঙ্কের আলফা নিউমেরিক হলমার্ক এবার থেকে গ্রহণযোগ্য হবে। এর আগে সোনার গয়না কেনার ক্ষেত্রে যে চার অঙ্কের হলমার্ক নিয়ম চালু ছিল, সেই নিয়ম এবার থেকে বন্ধ করতে চলেছে সরকার। এর ফলে সোনা হবে আরো সুরক্ষিত এবং গুণগতমান হবে আরো ভালো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোনার গুণগত মান এবং ধাতুটি আসল কি নকল তা যাচাই করার জন্য দেশজুড়ে এই হলমার্ক ব্যবস্থা চালু করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কিন্তু চার এবং ছয় অঙ্কের হলমার্ক নিয়ে ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি রুখতে নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে। বিক্রেতা এবং ক্রেতা দু পক্ষই কোন নির্দিষ্ট গয়নার পেছনে খোদাই করা ছয় অঙ্কের সংখ্যা দিয়ে, যাচাই করে নিতে পারবেন ওই গয়নার সম্পর্কে যাবতীয় তথ্য। এর ফলে ক্রেতারাও থাকবেন অনেকটা বেশি সুরক্ষিত।

About Author