অফবিটনিউজ

এই পেট্রোল পাম্পটি দিচ্ছে ৫০০ টাকার পেট্রোল বিনামূল্যে, তবে আছে কিছু শর্ত

দেশের সোনার ছেলেকে সম্মান জানানোর জন্য এই কাজটি করেছেন গুজরাটের এই পেট্রোল পাম্প মালিক

Advertisement
Advertisement

যদি আপনার নাম নীরজ হয়, তাহলেই আপনি পাবেন বিনামূল্যে পেট্রোল। হ্যা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। গুজরাটের ভারুচের একটি পেট্রোল পাম্পে এই ঘটনাটি ঘটছে। আন্তর্জাতিক এবং দেশীয় বাজারে যেখানে পেট্রোলের দাম লাগামছাড়া, সেখানে যদি কেউ আপনাকে ৫০০ টাকার পেট্রোল বিনামূল্যে দিয়ে দেয়, তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে। গুজরাটের এই পেট্রোল পাম্পে এই অফারটা চলছে, তবে, শুধু বিশেষ কিছু মানুষের জন্য।

Advertisement
Advertisement

এই পেট্রোল পাম্পের মালিক আয়ুব পাঠান বলেছেন, “এবারের অলিম্পিকে ভারতের হয়ে সোনা জয় করা নীরজ চোপড়াকে সম্মান জানাতেই আমার এই কাজ। নিরজের কৃতিত্বকে সম্মান জানানোর জন্যই আমি বিনামূল্যে পেট্রোল দিয়েছি। তাও একেবারে ৫০১ টাকা করে। তবে শুধুমাত্র যাদের নাম নীরজ তারাই পেয়েছেন এই পেট্রোল। প্রায় ৩০ জন যুবক এই পেট্রোল গ্রহণ করেছেন। শুধু তাই না, তাদেরকে আগে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। তবে তার জন্য প্রত্যেককে আগে আইডি কার্ড দেখাতে হয়েছে।”

Advertisement

জানা যাচ্ছে ৯ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত এই পেট্রোল দেওয়া হয়েছে। রীতিমতো শিরোনামে চলে এসেছে এই ঘটনা। অনেকে আবার এই পেট্রোল পাম্প মালিকের প্রশংসা করেছেন। যারা বিনামূল্যে পেট্রোল পেয়েছেন তারা তো বটেই, তাছাড়াও আরো অনেকের ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ।

Advertisement
Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, অলিম্পিকে জ্যাবলিন থ্রো রাউন্ডে জয় লাভ করে দীর্ঘ ১৩ বছর পরে ভারতে সোনা নিয়ে এসেছেন নিরজ চোপরা। এর আগে ২০০৮ সালে অভিনব বিন্দ্রা নিজের ব্যক্তিগত ইভেন্টে সোনা নিয়ে এসেছিলেন। তারপর থেকে প্রত্যেক অলিম্পিকে ভারতের হাত একেবারে ফাঁকা। এত বছর পরে আবারো ভারতে এসেছে সোনা। তাই এই সোনার ছেলেকে নিয়ে ভারতবাসী আনন্দে আত্মহারা। কেউ কেউ তাকে আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন আবার কেউ তাকে দামি গাড়ি গিফট করেছেন। অন্যদিকে আবার মঙ্গলবার অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, নিরজের জয়লাভের জন্য প্রতি বছর ৭ আগস্ট দিনটি জ্যাভলিন থ্রো ডে হিসাবে সারা ভারতে পালিত হবে।

Advertisement

Related Articles

Back to top button