নিউজপলিটিক্সরাজ্য

রাজ্যের করোনা পরিস্থিতি কিরকম? মুখ্য সচিবের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকর

মুখ্য সচিব সহ রাজ্যের উচ্চপদস্থ কর্তাদের কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানানোর নির্দেশ দিয়েছেন তিনি

×
Advertisement

পশ্চিমবঙ্গে করোনাভাইরাস এর পরিস্থিতি ধীরে ধীরে বেড়ে চলেছে। একে একে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রতিদিন। করোনাভাইরাস কে রুখতে রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জরুরি বৈঠক ডাকেন। সেই বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বেশ কিছু নির্দেশ দিয়েছেন। আর তারপরেই রাজ্যে করোনাভাইরাস এর পরিস্থিতি নিয়ে টুইট করলেন উদ্বিগ্ন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল লিখলেন, “রাজ্যে করোনাভাইরাস এর পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতি মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে মুখ্যসচিবের কাছ থেকে জানার জন্য বসে রয়েছি।”

Advertisements
Advertisement

রাজ্যে এখনও নির্বাচন শেষ হয়নি। এখনো তিনটি দফার নির্বাচন বাকি রয়েছে। সেই পরিস্থিতিতে প্রতিদিন করোনাভাইরাস এর গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে। এই প্রেক্ষিতে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি রাজ্যের উচ্চপদস্থ কর্তাদের কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানানোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও মুখ্যসচিবকে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালে সিইওদের সঙ্গে ভিডিও কনফারেন্স করার বার্তা দিয়েছেন তিনি।

Advertisements

রাজ্যপাল আরো একটি টুইট করে রাজ্যের জারি করা নতুন গাইডলাইন কঠোর ভাবে পালন করার নির্দেশ দিয়েছেন সকলকে। ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাবে রাজ্যের নোডাল অফিসার দের বিভিন্ন অংশে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত হাসপাতালকে আবার কোভিড রোগীদের জন্য বেড বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭,৭১৩ জন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button