নিউজপলিটিক্সরাজ্য

করোনা মোকাবিলায় রাজ্যের তৎপরতা কিরকম? রাজভবনে বৈঠকে রাজ্যপাল এবং মুখ্যসচিব

রাজ্যপাল কিছুদিন আগেই অভিযোগ জানিয়েছেন, রাজ্য সরকার তার কাছে রাজ্যের করোনা ভাইরাসের পরিস্থিতির কথা জানায়নি

Advertisement
Advertisement

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে রাজ্যে। প্রায় প্রতিদিন বহু মানুষ পশ্চিমবঙ্গে আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। তারমধ্যে এবারে করোনাভাইরাস রাজ্য সরকারের কিরকম পদক্ষেপ তা জানাতে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে বৈঠকে বসলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আলাপন এবং রাজ্যপালের মধ্যে সোমবার ৪০ মিনিট ধরে বৈঠক হয় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে।

Advertisement
Advertisement

কেন্দ্র এবং রাজ্যকে এক হয়ে কাজ করার কথা পরামর্শ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। করণা মোকাবিলা করতে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে, তা নিয়ে রাজ্যপালের কাছে কোন তথ্য প্রকাশ করছে না রাজ্য প্রশাসন, এই অভিযোগ তিনি তুলেছিলেন দিন কয়েক আগে। তারপরেই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে পৌছলেন রাজভবনে।

Advertisement

আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, করোনা মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে করোনা রোগীর বেড বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, এরকমটা জানিয়েছেন আলাপন। এছাড়াও মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর রাজ্যপাল জানিয়েছেন, “মানবতার এই সংকটে কেন্দ্র এবং রাজ্যকে একযোগে কাজ করতে হবে। পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button