এই উৎসবের মরসুমে সরকারি কর্মচারীদের জন্য থাকছে একের পর এক সুখবর। বেতন বৃদ্ধি থেকে শুরু করে বোনাস প্রতিটি ঘোষণা তে লাভবান হচ্ছেন সরকারি কর্মচারী। এবারে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন বৃদ্ধির বিজ্ঞপ্তি দিলো রাজ্য সরকার।
মঙ্গলবার নতুন পেনশন কাঠামো ঘোষণা করলো রাজ্য সরকার। নবান্নে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালের ৩১শে ডিসেম্বর বেসিক পেনশন যা ছিল, তার ২.৫৭ গুণ বাড়বে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বেতন। অর্থাৎ ২০১৫ সালে কারুর বেসিক পেনশন ৩৩০২ টাকা হলে তা ২.৫৭ গুণ বেড়ে হবে ৮৪৮৬.১৪ টাকা। এখন থেকে নূন্যতম পেনশন হবে সাড়ে আট হাজার টাকা এবং এবং পেনশনের ঊর্ধ্ব সীমা ৩৫ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ ৫০০ টাকা করা হল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএছাড়াও বলা হয় যে, পেনশন প্রাপকদের বয়স ৮০ থেকে ৮৫ এর মধ্যে হলে বর্ধিত বেসিক পেনশনের উপর আরও ২০ শতাংশ, ৮৫ থেকে ৯০ হলে ৩০ শতাংশ এবং ১০০ পেরিয়ে গেলে ১০০ শতাংশ অতিরিক্ত পেনশন পাবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। নতুন এই পেনশন ব্যবস্থা আগামী বছর ১ লা জানুয়ারি থেকে চালু হবে।