নিউজপলিটিক্সরাজ্য

রাজভবনে ঘণ্টাখানেক বৈঠক রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর, সুশাসনের জন্য বৈঠক বলছেন ধনকর

রাজভবনে দীর্ঘক্ষণের জন্য বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে সুশাসন ছিল এই বৈঠকের লক্ষ্য। এমনটাই জানিয়েছেন রাজ্যপাল।

Advertisement
Advertisement

রাজ্যের এবং রাজ্যপালের সম্পর্ক এদিন যেন অনেকটাই ভাল হয়ে গেল। রাজভবনে দীর্ঘক্ষণের জন্য বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে সুশাসন ছিল এই বৈঠকের লক্ষ্য। এমনটাই জানিয়েছেন রাজ্যপাল।

Advertisement
Advertisement

পৈলানের কর্মীসভা থেকে সোজা রাজভবনে গিয়ে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক ঘন্টা রাজভবনে বৈঠক করলেন মমতা। তবে এই ১ ঘন্টার বৈঠকে কি আলোচনা হল সেই নিয়ে কিন্তু কিছু জানানো হয়নি। রাজ্যপাল এসএসকেএম হাসপাতালে বোমার আঘাতে আহত মন্ত্রী জাকির হোসেন (Jakir Hossain) কে দেখতে গিয়েছিলেন। তারপর তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমি কি নিয়ে কথা বলেছি তা প্রকাশ করতে পারবো না। তবে আমি জানিয়ে রাখি, এটা সম্পূর্ণ রূপে সুশাসনের লক্ষেই।”

Advertisement

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৯ টা নাগাদ কলকাতায় আসার ট্রেন ধরার জন্য মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন এর ২ নম্বর প্লাটফর্মে কর্মী-সমর্থকদের সঙ্গে দাঁড়িয়েছিলেন জাকির হোসেন। তাকে লক্ষ্য করে ওই দিন বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে তিনি অত্যন্ত জখম হয়েছেন। বাম পায়ে গুরুতর আঘাত লেগেছে তার। তার পাশাপাশি শরীরের একাধিক অংশে চোট রয়েছে। পায়ে সেলাই করে রাতে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আজ এসএসকেএম হাসপাতালে মন্ত্রীর অস্ত্রোপচার করা হয়।

Advertisement
Advertisement

মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই সিট গঠনের নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী সকালবেলা জাকির হোসেনকে দেখতে গিয়ে মন্তব্য করেন, “রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। মন্ত্রী জাকির হোসেনের সঙ্গে যারা ছিলেন তারা এ কথা জানিয়েছেন।”

Advertisement

Related Articles

Back to top button