Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার পুজোয় মিলবে বাংলাদেশের ইলিশ! দাম খুবই সামান্য!

রসনাপ্রিয় বাঙালির জন্য সুখবর... ঝোলে ঝালে অম্বলে এ'বছর পুজোটা কাটবে জমিয়ে! মিলবে বাংলাদেশের ইলিশ। তিস্তা জল বিতর্কের পর অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ পাঠানোর ব্যাপারে সম্মতি দিল। ইলিশ রসিকদের…

Avatar

রসনাপ্রিয় বাঙালির জন্য সুখবর… ঝোলে ঝালে অম্বলে এ’বছর পুজোটা কাটবে জমিয়ে! মিলবে বাংলাদেশের ইলিশ। তিস্তা জল বিতর্কের পর অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ পাঠানোর ব্যাপারে সম্মতি দিল। ইলিশ রসিকদের জন্য দারুন খবর দীর্ঘ সাত বছর পর মিলবে পদ্মার ইলিশ। বাংলাদেশ সরকার ২০১২ সাল থেকে ভারতে ইলিশ আসা বন্ধ করে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা জানালেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ টন ইলিশ ভারতে পাঠানো হবে।

সরকারি ভাবে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাঙালির পাতে পদ্মার ইলিশ এ বার অনেকটাই সহজলভ্য। মৎস্যব্যাসায়ীরা আশা করেছে ভারতে ইলিশ রফতানির উপর থেকে সরকারি ভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দামের উপরও তার প্রভাব পড়বে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গিয়েছে, সব থেকে বড় সাইজের ইলিশ প্রায় ২০০০ টাকা হতে পারে। এছাড়া ছোট ও মাঝারি সাইজের ইলিশের দাম হতে পারে যথাক্রমে ৭০০-৮০০ টাকা এবং ১৭০০-১৮০০ টাকা।

About Author