ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

গ্রাহকদের জন্য স্বস্তির খবর, লকডাউনের মাঝে দুটি বড়সড় সিদ্ধান নিলো LIC

Advertisement
Advertisement

দেশ জুড়ে লকডাউনের মাঝে গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিলো বীমা সংস্থা এলআইসি। এলআইসির তরফে আজ জানানো হয়েছে গ্রাহকদের জন্য মার্চ এবং এপ্রিল মাসের প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলো। একই সাথে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাঁর পরিবার বীমার পুরো টাকা পাবে বলেও জানিয়েছে এলআইসি। কেউ মারা গেলে বীমার টাকা পেতে গ্রাহকের পরিবারের পেতে বেশ কিছুটা সময় লাগে, কিন্তু এই পরিস্থিতিতে বেশি সময় লাগবে না বলেই জানিয়েছে বীমা সংস্থা।

Advertisement
Advertisement

শনিবার এলআইসির তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, ‘ফেব্রুয়ারি মাসের প্রিমিয়াম দেওয়ার সময় আগেই বাড়ানো হয়েছিল। এবার মার্চ ও এপ্রিল মাসের প্রিমিয়াম জমা দেওয়ার সময়ও বাড়ানো হলো ৩০ দিন।’ প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের প্রিমিয়াম যারা এখনো জমা দিতে পারেনি তাদের জন্য সময়সীমা আরও বেড়েছে। ২২ মার্চের বদলে তারা এখন ১৫ই এপ্রিল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের প্রিমিয়াম জমা দিতে পারবেন। এলআইসি সকল গ্রাহককে এই লকডাউন পরিস্থিতিতে বাড়িতে বসে অনলাইনে প্রিমিয়াম জমা করতে অনুরোধ জানিয়েছে। সেক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ লাগবে না বলেও জানানো হয়েছে।

Advertisement

যারা অনলাইনে জমা দিতে পারবেন না তারা ব্যাংকের মাধ্যমেও জমা দিতে পারবেন প্রিমিয়াম। সেক্ষেত্রে অ্যাক্সিস বা আইডিবিআই ব্যাংকের গিয়ে প্রিমিয়াম জমা দিতে হবে। এলআইসি আরও জানিয়েছে, এই লকডাউনের সময় যাদের পলিসি ম্যাচিউর হচ্ছে তাদের টাকা পেতে কোনো সমস্যা হবেনা। এছাড়াও যাদের পলিসি বন্ধ হয়ে গিয়েছে কোনো কারণ বশত তারা অনলাইনে খুব সহজেই পলিসি আবার চালু করতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button