নিউজবাজারদর

Gold Price Today: দীপাবলীর আগে সোনার দামে আগুন, রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছেছে সোনা, জেনে নিন সর্বশেষ রেট

সোনার সাথে পাল্লা দিয়ে দাম বাড়ছে রুপোরও

Advertisement
Advertisement

দেবীপক্ষের সূচনা থেকেই ধুমধাম করে শুরু হয়ে গিয়েছিল বাংলার সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব। গতকাল দশমীর দিন চোখে জল নিয়ে উমাকে বিদায় দিয়েছে বঙ্গবাসী। তবে এবার পালা দিপাবলীর। আসলে চলতি মাস পুরোটাই উৎসবের মরশুম লেগেই থাকবে গোটা দেশজুড়ে। এই উৎসবের মরশুমে সাধারণত সকলেই সোনা রুপা কিনে থাকেন। কিন্তু চলতি বছরে দীপাবলীর আগে পরপর দাম বাড়ছে মহার্ঘ হলুদ ধাতুর। পাল্লা দিয়ে দাম বাড়ছে রুপোরও। যদিওবা বিশেষজ্ঞরা মনে করছে, দীপাবলীর সময় দাম কমতে পারে সোনা ও রুপোর। আজ, ৬ অক্টোবর সোনা ও রুপোর সর্বশেষ রেট জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

Advertisement
Advertisement

আজ, ৬ অক্টোবর মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম প্রাথমিক বাণিজ্যে ০.৪৪ শতাংশ বেড়েছে। সোনার পাশাপাশি, রুপোর দামও বৃদ্ধি পাচ্ছে এবং এটি ফিউচার মার্কেটে ১.২৪ শতাংশ বেড়েছে। আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার দাম ৫১ হাজার ৮৭৫ টাকা যা গতকালের তুলনায় ২২৯ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ১ কেজি রুপোর দাম ৬১ হাজার ৫২০ টাকা যা ৭৫৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

Advertisement

আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button